Sunday, August 17, 2025
Homeলাইফস্টাইলEyelash Extension: ওগো কাজলনয়না হরিণী...

Eyelash Extension: ওগো কাজলনয়না হরিণী…

Follow Us :

এ বারের পুজোতে বাড়তি নজর কাড়বে চোখ, বাকিটা তো মাস্কে ঢাকা! তাই চোখের মেকআপ আকর্ষণীয় করে তুলতে নিশ্চই কোনও কসুর রাখতে চাইবেন না কেউই। আইলাইনার, মাস্কারা, কাজল, আইশ্যাডো, আর্টিফিশিয়াল অ্যাইল্যাশ দিয়ে পাঁচ দিনের সাজে পাঁচ রকমের চোখ আঁকতে চাইবেন প্রত্যেকেই। তবে যে চোখ দুটিকে নিয়ে এত কর্মকাণ্ড দেখবেন, যেন তার অবহেলা করবেন না। আমাদের শরীরের সব থেকে সংবেদনশীল এই চোখ। পুজোর জাঁকজমক তো পাঁচ দিনের, কিন্তু মেকআপ করতে গিয়ে চোখের যাতে কোনও ক্ষতি না হয় তা নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করাই ভাল।

চোখের সাজে এখন বাজার কাঁপাচ্ছে অ্যাইল্যাশ এক্সটেনশনের চল। মানে আর্টিফিশিয়াল অ্যাইল্যাশ লাগিয়ে নেওয়া। এই চোখে মাস্কারার ব্যবহার সহজ হয়ে যায়। চোখের পাতাও ঘন দেখায়। এক কথায় চোখ আরও সুন্দর দেখায়। আর অবাক করা ব্যাপার হল ইদানীং শুধু বিশেষ অনুষ্ঠানের জন্য ব্যবহার নয়, বরং চোখ সুন্দর দেখাতে এই আইল্যাশ এক্সটেনশন যাতে দীর্ঘস্থায়ী হয় সেই চেষ্টায় অনেকেই।

তবে বিউটি এক্সপার্টদের মতে, এই এক্সটেনশনের সময় সতর্ক না থাকলে চোখের বড় বিপদ ঘটে যেতে পারে যে কোনও সময়। তাই আইল্যাশ এক্সটেনশন করুন কিন্তু এই বিষয়গুলো মেনে চলুন অক্ষরে অক্ষরে-

অ্যাইল্যাশ এক্সটেনশন ব্যবহারের আগে এই কাজ করুন

আপনার শারীরিক অবস্থা বুঝে অ্যাপয়েন্টমেন্ট নিন। জ্বর বা সর্দির সমস্য থাকলে আগে সেরে উঠুন। একই ভাবে প্রেগনেন্সির সময় কিংবা চোখের কোনও অ্যালার্জি বা ইনফেকশন থাকাকালীন এই  কাজ না করাই ভাল। চোখের পাতা এক্সটেনশনের এই কাজ করতে অন্তত দেড় থেকে দু’ঘন্টা সময় লাগে। আর এই পুরো সময়টা একভাবে শুয়ে থাকা কঠিন, বিশেষ করে কোনও শারীরিক সমস্যা থাকলে আরও বেশি কঠিন। পাশাপাশি এক্সটেনশনের সময় মেকআপ ভাল করে পরিষ্কার করতে হবে। তেল যুক্ত কোনও সামগ্রীর ব্যবহার এক্সটেনশনের আগে বা পরে করা যাবে না।

অ্যাইল্যাশ এক্সটেনশন চলাকালীন

সালোঁতে, এক্সটেনশনের জন্য ব্যবহৃত সমস্ত সরঞ্জামের স্যানিটাইজেশন অত্যন্ত আবশ্যক। এবং টেকনিশিয়ান কাজটি করার আগে আপনার চোখের পাতার ও আশপাশের অংশ এই এক্সটেনশনের জন্য তৈরি অ্যাইল্যাশ শ্যাম্পু দিয়ে যাতে ধুয়ে নেন সেদিকেও নজর দিতে হবে।

এক্সটেনশন চলাকালীন কোথাও কোনও সমস্যা কিংবা তাঁদের কাজের পদ্ধতি নিয়ে সংশয় সৃষ্টি হলে তাঁদের তখনই জানাবেন। চোখে জ্বালা বা চোখ চুলকালে টেকনিশিয়ানকে  অবশ্যই জানান। এই সময় কীভাবে আপনার চোখকে জ্বালামুক্ত রাখা যায় তা নিশ্চয় জানবেন তাঁরা।

অ্যাইল্যাশ এক্সটেনশনের পরে

এই ট্রিটমেন্টের পর অন্তত ৩ থেকে ৪ ঘন্টা মুখ ধোবেন না। এবং এর পর থেকে যখনই মুখ ধোবেন চেষ্টা করবেন আলাদা করে এই অ্যাইল্যাশ বা চোখের পলক ধোয়ার সময় মেডিকেটেড শ্যাম্পু ব্যবহার করতে হবে। সাধারণ ভাবে এর পর মাস্কার ব্যবহারের প্রয়োজন পড়ে না, তবে নিতান্তই প্রয়োজন হলে আপনি ঘুমোতে যাওয়ার আগে ভাল করে তা তুলে নেবেন। অপরিষ্কার বা সঠিক যত্ন না নিলে সংক্রমণের প্রবল সম্ভাবনা রয়েছে।

এ ছাড়াও এই বিষয়গুলির দিকে নজর দিতে হরে-

চোখের পাতা পরিষ্কার করত গেলে একটা দুটো ঝরে পড়াটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু এটা যদি ঘন ঘন হয় এবং চোখের পাতায় ফাঁক হয়ে যায় তা হলে বুঝতে হবে আপনি চোখের পাতায় অতিরিক্ত চাপ দিয়ে ফেলছেন।

আইল্যাশ এক্সটেনশনের পর একদিন একটু অস্বস্তি থাকে, কিন্তু এটা যদি একদিনের বেশি থাকে তা হলে টেকনিশিয়ানের সঙ্গে কথা বলুন।

আপনার অভ্যেসে দুটো বদল আনতে হবে, ভুলেও চোখ কচলাবেন না। এবং তেলযুক্ত কোনও মেকআপ সামগ্রী ব্যবহার করবেন না।

নিয়মিত এই অ্যাইল্যাশ বদলাতে হবে। মাসে অন্তত পুরোনো জোড়া বদলে নিতে হবে।

অ্যাইল্যাশ এক্সটেনশন করানোর সময় টেকনিশিয়ানের সঙ্গে বিষদে আলোচনা করুন। এবং যোগযোগ রাখুন যাতে এক্সটেনশনের আগে ও পরে আপনি বিশদে আলোচনা করতে পারেন। এবং চোখের কোনও সমস্যা হলে তার দ্রুত নিষ্পত্তি করা যেতে পারে। টেকনিশিয়ান বাছার ক্ষেত্রে মাথায় রাখুন তাঁর যেন এই কাজের জন্য প্রয়োজনীয় দক্ষতা ও যোগ্যতা থাকে।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Narendra Modi | BJP | বাংলাভাষায় ব্যাকফুটে বিজেপি, সামাল দিচ্ছেন মোদি! কী প্রতিক্রিয়া তৃণমূলের?
03:01:11
Video thumbnail
Kunal Ghosh | অভয়ার মূর্তি নিয়ে কুণাল ঘোষের মন্তব্যে তীব্র জল্পনা, কী জানালেন ডা. অনিকেত মাহাত?
03:07:45
Video thumbnail
Politics | ভোটের মুখেই বেঙ্গল ফাইলস, ধর্মের সুড়সুড়ি না কি ভাই?
05:52
Video thumbnail
Howrah | Janmashtami | জন্মাষ্টমীর রাতে ‘তাসের দেশ’, এই অনুষ্ঠান মন ভালো করবে আপনারও
02:36
Video thumbnail
Politics | বাদ পড়ল সংখ্যালঘু ভোটার, কোনখানে দাঁড়িয়ে বিহার?
04:44
Video thumbnail
Politics | বিজেপি বো/মা বলল বাজিকে! এইভাবে ভোটে ছিঁড়বে কি শিকে?
04:51
Video thumbnail
Politics | মহাত্মা গান্ধীর মাথায়, সাভারকরকে কারা বসায়!
05:07
Video thumbnail
Politics | বিজেপির নয়া সিলেবাসে দেশভাগের দায় কংগ্রেসের
05:44
Video thumbnail
Politics | তিন বছর পরে ফের ভোট গণনায় জয়ী এইবারে
05:36
Video thumbnail
Dugra Puja | সমাজসেবী সংঘের দুর্গাপুজোর ৮০ তম বর্ষ, পুজোর থিম 'পথের পাঁচালি ১৯৪৬'
03:23