skip to content
Friday, July 5, 2024

skip to content
Homeলাইফস্টাইলTravel in Covid times: কোভিডকালের ভ্রমণে মেনে চলুন এই নিয়মগুলি

Travel in Covid times: কোভিডকালের ভ্রমণে মেনে চলুন এই নিয়মগুলি

Follow Us :

একদিকে করোনা সংক্রমণের নিম্নমুখী গ্রাফ, অন্য দিকে অর্থনীতিকে চাঙ্গা করার তাগিদে শিথিল করোনা বিধিও।করোনার আতঙ্ক কাটিয়ে এখন অনেকটাই স্বাভাবিক জীবনযাপন। তবে এই সব দেখে অসতর্ক হওয়াটা কিন্তু একেবারেই কাম্য নয় বলেই মত বিশেষজ্ঞদের। আর ভ্রমণের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন একেবারে বাধ্যতামূলক। আর অফিসের কাজেই হোক বা ব্যক্তিগত কোনও কারণে যদি এক জায়গা থেকে আর এক জায়গায় পাড়ি দিতে হয়-ই, তা হলে এই নিয়মগুলি মেনে চলা খুবই প্রয়োজন।

১. মাস্কের কোনও বিকল্প নেই

আমরা প্রত্যেকেই এখন জানি যে, সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে এলে এই মারণ ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ে। তাই মাস্কের কোনও বিকল্প নেই। সার্জিকাল মাস্ক, ডাবল মাস্ক বা N95 মাস্ক। আপনার প্রয়োজন মতো ও পছন্দমতো  এই তিনটির যে কোনও একটি বেছে নিন। ভ্রমণের ক্ষেত্রে আরও ভাল হয় যদি বাড়তি মাস্ক ব্যাগে রেখে দেন। এর ফলে কোনও কারণে মাস্ক ভুলে বাড়িতে থেকে বেরোলে অযথা বিব্রত বা হয়রানি হতে হবে না।

২. সবসময় সঙ্গে রাখুন স্যানিটাইজার

শুধু ভ্রমণেই নয়, বাড়ির বাইরে বেরোলেই সবসময় সঙ্গে রাখুন পকেট স্যানিটাইজ়ার(Sanitiser)। শুধু সংক্রমিত ব্যক্তি নয়, করোনাভাইরাস (Coronavirus) ছড়ায় ‘সারফেস টাচ-র মাধ্যেমেও। এদিকে বাড়ির বাইরে বেরোলে আপনি কখন কোথায় কোন সংক্রমিত জায়গায় হাত দিচ্ছেন তা খেয়াল রাখা মুশকিল। তাই সংক্রমণ থেকে বাঁচতে এই সব ক্ষেত্রে খুবই উপকারী হ্যান্ড সানিটাইজার।

৩.  ডিসইনফেকট্যান্ট ওয়াইপস ও স্প্রে সঙ্গে রাখুন

মাস্ক, স্যনিটাইজার তো বটেই, বাড়ির বাইরে বেরোলে খুবই কাজের এই ডিসইনফেকট্যান্ট ওয়াইপ বা স্প্রে। বিশেষ করে আপনার সঙ্গে থাকা লাগেজ ব্যাগ বা হ্যান্ড ব্যাগ এই স্প্রে দিয়ে খুব সহজেই পরিষ্কার করে নিতে পারেন। আর ওয়াইপস দিয়ে হাত বা পা পরিষ্কার করতে কাজে দেয়।

৪.  আপনার ট্র্যাভেল সেফটি কিটে গ্লাভস রাখতে ভুলবেন না

এয়ারপোর্টে চেকিংয়ের সময় বা ট্রেনে ওঠার আগে ডিজপোজেবেল গ্লাভস খুবই কাজের। টিকিট চেকিংয়ের সময় একাধিক সারফেসে হাতে দিতে হলে সংক্রমণের আশঙ্কা থেকে যায়। তাই গ্লাভস পরে এই কাজগুলো সেরে ফেলতে পারেন। কাজ হয়ে গেলে গ্লাভস ফেলে দিন, কোনও মতেই ভুল করে গ্লাভস সমেত হাত চোখে, মুখে বা নাকে দেবেন না। তা হলে খাটনি বৃথা হয়ে যাবে।

৫. রাস্তাঘাটে খিদে পেলে এই বিষয়গুলো মাথায় রাখুন

লম্বা জার্নিতে যে কোনও সময় খিদে পেতেই পারে। সেক্ষেত্রে চেষ্টা করুন সঙ্গে শুকনো খাবার যেমন চকোলেট, বিস্কুট বা বাদাম সঙ্গে রাখতে পারেন। যে সব ফুড জয়েন্টগুলিতে সঠিক পরিছন্নতা বা করোনা বিধি মেনে মাস্ক, সার্জিকাল ক্যাপ বা গ্লাভসের ব্যবহার হয় না সেইসব জায়গা এড়িয়ে চলুন।

কাজ ব্য ব্যক্তিগত এমারজেন্সি না থাকলে আপাতত ভ্রমণের পরিকল্পনা এড়িয়ে চলাই ভাল। একঘেয়েমি কাটাতে বরং নতুন কোনও অনলাইন ক্লাস বা বাড়ির কাছে পিঠে সোলো ট্রিপেই আপাতত নিজেদের সীমাবদ্ধ রাখাই ভাল।

RELATED ARTICLES

Most Popular