Friday, August 8, 2025
Homeলাইফস্টাইলচুল পড়ার হাত থেকে বাঁচতে এই নিয়ম না মানলেই নয়...

চুল পড়ার হাত থেকে বাঁচতে এই নিয়ম না মানলেই নয়…

Follow Us :

বৃষ্টিতে ভিজে বাড়ি ফিরলেই, চুল বাঁচাতে, ইদানীং তড়িঘড়ি মাথা ভিজিয়ে স্নান করে নিচ্ছেন আপনি। কিন্তু এতে চুলের সমস্যা কম হওয়া তো দুরস্ত উল্টে আরও বাড়ছে।  চুল পড়া, স্ক্যাল্পে চুলকানি সহ চুলের একাধিক সমস্যায় ভুগছেন। প্রতিকারের পথেই সমস্যার সৃষ্টি হচ্ছে না তো? বিশেষজ্ঞরা জনাচ্ছেন আপনি কতবার হেড বাথ বা চুল ভিজিয়ে স্নান করছেন তারওপর অনেকটাই নির্ভর করছে আপনার চুলের স্বাস্থ্য।

সাধারণত ইচ্ছে বা প্রয়োজনমতো চুল ভিজিয়ে স্নান করেন অনেকেই। কিন্তু বিশেষজ্ঞরা জনিয়েছেন সমস্যা এখানেই।  মর্জিমাফিক কাজ না করে  চুলের ধরণ বুঝেই চুল ধোওয়া উচিত। এই নিয়ম অক্ষরে অক্ষরে মেনে না চললেই, মাথায় চুলকানি ও খুশকির মত সমস্যা দেখা দেবে। পাল্লা দিয়ে বাড়বে চুল পড়াও। আপনার চুলের ধরণ বুঝে এইভাবে নিন চুলের যত্ন।

পাতলা চুল থাকলে মেনে চলুন এই নিয়ম

চুল পাতলা থাকলে খুব তাড়াতাড়ি স্ক্যল্পের ঘাম ও তেলের সঙ্গে মিশে চুল চিটচিটে হয়ে যায়। তাই চুলের স্বাস্থ্ ভাল রাখতে রোজ মাথা ধোওয়া প্রয়োজন।

তৈলাক্ত চুল হলে এই কাজটা করুন

চুল খারাপ হওয়ার প্রধান কারন অতিরিক তেল। স্ক্যাল্পে অতিরিক্তি সিবামের সৃষ্টি হলে প্রয়োজন বুঝে প্রতিদিন বা একদিন অন্তর মাথা ধোওয়া ভাল।

কোকড়ানো ও ঢোউখেলানো চুলে হলে এই ভাবে যত্ন নিন

কোকড়ানো চুলর প্রধান সমস্যা হল এই চুলে খুব তাড়াতাড়ি জট বাঁধে। তাই এইধরনের চুলের স্বাস্থ ঠিক রাখতে প্রত্যেক দুদিন অন্তর মাথা ধুয়ে নিন। এবং সালফেট মুক্ত ও ময়শচরাইজার যুক্ত ক্লেনজার দিয়ে মাথা ধুয়ে নিন।

রং করা চুলের যন্ত নেবেন কীভাবে

চুল রঙ করা হলে বা চুল ড্যামেজড মানে  চুলের কিউটিক্যাল্স ভীষণ রুক্ষ হয়ে গেছে। এর ফলে চুল প্রচন্ড শুষ্ক ও ভঙ্গুর হয়ে যায়। তাই এক্ষেত্রে প্রত্যেক ২ থেকে ৩ দিন সালফেট মুক্ত, কালার শেফ স্যাম্পু দিয়ে মাথা ধুয়ে নিন।

হেয়ার স্টাইলিংয়ের জন্য বিভিন্ন রকমের সামগ্রী ব্যবহার করলে এগুলো মাথার ত্বকে জমে থাকে। এভাবে দীর্ঘদিন থাকলে মাথার ত্বকের সমস্যা ও চুলের ক্ষতি হতে পারে। সেক্ষেত্রে এইগুলো যাতে না জমে তার দিকে বিশেষ নজর দেওয়ার প্রয়োজন। তাই এইসব সামগ্রী বেশিদিন ব্যবহার করলে মাথা ভাল করে ধুয়ে নিতে ভুলবেন না।

চুল ধুয়ে নিন এইভাবে

সবসময় আলতো হাতে চুল ধুতে হবে। মনে রাখবেন শ্যাম্পুর কাজ মাথায় জমা তেল ও ময়লা পরিষ্কার করা। তাই চাঁদিতে শ্যাম্পু লাগান এবং আলতো হাতে ১মিনিট মাথা মাসাজ চুল ভাল করে ধুয়ে নিন। এদিক কন্ডিশনার মাথায় লাগানোর সময়ে চুলের ডগা থেকে ওপরের দিকে কন্ডিশনার লাগিয়ে নিন। মাথার ত্বক তৈলাক্ত হবে স্ক্যাল্পে কন্ডিশনার লাগবেন না।

আরও পড়ুন: এবার বাড়িতেই হেয়ার স্পা সহজ উপায়ে…

 

 

RELATED ARTICLES

Most Popular