Friday, August 1, 2025
Homeলাইফস্টাইলMobile Phone | পাবলিক টয়লেটের চেয়ে বেশি ব্যাকটেরিয়া থাকে মোবাইল ফোনে, বলছেন...

Mobile Phone | পাবলিক টয়লেটের চেয়ে বেশি ব্যাকটেরিয়া থাকে মোবাইল ফোনে, বলছেন বিশেষজ্ঞ

Follow Us :

কলকাতা: পাবলিক টয়লেটের চেয়ে বেশি ব্যাকটেরিয়া (Bacteria) থাকে মোবাইল ফোনে (Mobile Phone )। যা আমাদের ত্বকে ক্ষতি করে চলেছে প্রতিনিয়ত, বলছে বিশেষজ্ঞরা। চর্মরোগ বিশেষজ্ঞ ডাঃ মামিনা তুরেগানো (Dr. Mamina Turegano) জানান, মোবাইল থেকে যে তেজস্ক্রিয় পদার্থ থাকে বা তা থেকে যে বিকিরণ আসে, তা শরীরের জন্য কতটা ক্ষতিকর? ফোনের কারণে কি টিউমার হতে পারে?  ব্যবহারের পদ্ধতিতে ভুল থাকলে ডেকে আনবে বিপদ।

মমিনা তার অ্যাকাউন্টের ব্যবহারের ক্ষতিকর দিকটা ব্যাখ্যা করেছেন, যা অনুসরণ করা হয় প্রায় এক মিলিয়ন লোকরা।  যে মোবাইল ফোনগুলি সব সময় ব্যাকটেরিয়া থাকে,  কখনও কখনও সেগুলি পাবলিক বাথরুমের চেয়ে বেশি দূষিত হয়। তিনি উল্লেখ করেছিলেন যে ফোনের প্রতিদিনের ব্যবহার, এবং কথা বলার সময় এটি মুখে রাখা, ত্বকে ব্যাকটেরিয়া ক্ষতি করতে পারে। আমাদের ত্বকের কিছু সমস্যা যেমন ব্রণ দেখা দিতে পারে।

ডাঃ মমিনা ফোনকে প্রতিদিন পরিষ্কার করার এবং ভেজা ওয়াইপ দিয়ে মুছে ফেলার পরামর্শ দিয়েছেন। সাবান জল বা অ্যালকোহলে ডুবানো এক টুকরো কাপড় পরিষ্কার করতে বলেছেন। এর ফলে কিছুটা হলেও ব্যাকটেরিয়া মুক্ত হবে ফোন।

আজকের দিনে দাঁড়িয়ে মোবাইল আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে। আমাদের ব্যস্ত জীবনে সারা বিশ্বকে হাতের মুঠোয় এনে দিয়েছে। ফোনের ব্যবহার বন্ধ করা যাবে না। কিন্তু এই ফোনের দ্বারা ডেকে আনছে বিপদ। আমেরিকান ক্যান্সার সোসাইটির ওয়েবসাইটে বলা হচ্ছে, মোবাইল ফোন হয়তো ব্রেন টিউমার বা মাথা বা গলার টিউমারের ঝুঁকি অনেকটা বাড়িয়ে দিতে পারে। বিশেষ করে একটি মাইক্রোওয়েভ যেভাবে কাজ করে, সেভাবে এরকম বেতার তরঙ্গ মানুষের শরীরের কোষের উষ্ণতা বাড়িয়ে দিতে পারে।

যদিও মোবাইল ফোনের বিকিরণের মাত্রা খুবই কম এবং এটা শরীরের কোষকে কতটা উষ্ণ করতে পারে, তা পরিষ্কার নয়, কিন্তু বিজ্ঞানীরা বলছেন, আগাম সতর্ক হওয়া সকলের প্রয়োজন। ফোন ব্যবহার সঙ্গে সঙ্গে ফোনকে পরিষ্কার করা উচিত।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39