Wednesday, July 30, 2025
Homeলাইফস্টাইলটিকার জোগান কম, তৃতীয় ঢেউয়ে প্রস্তুত দেশ?

টিকার জোগান কম, তৃতীয় ঢেউয়ে প্রস্তুত দেশ?

Follow Us :

কোভিডের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার আগে সতর্ক করেছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু কেন্দ্রীয় সরকার তেমন আমল দেয়নি।‌ ফলে দ্বিতীয় ঢেউয়ে মারাত্মকভাবে ভুগতে হচ্ছে সারা দেশকে। ইতিমধ্যে বিশ্বের বেশ কয়েকটি দেশে আছড়ে পড়েছে তৃতীয় ঢেউ। এ দেশেও তৃতীয় ঢেউ আসবে এটা স্পষ্ট। কিন্তু কেন্দ্রীয় সরকার কতটা প্রস্তুত সেটাই এখন বড় প্রশ্ন।

বিশেষজ্ঞদের সর্তকতা না-মানলে কী হতে পারে, দ্বিতীয় ঢেউয়ে টের পেয়েছে সারা দেশ। মোদি সরকারের এই ঢিলেমি আন্তর্জাতিক ক্ষেত্রে সমালোচিত হয়েছে। দেশে এখন দ্বিতীয় ঢেউয়ের গ্রাফ ক্রমশ নিম্নমুখী। বাড়ছে আনলকিং প্রক্রিয়া। এতেই সিঁদুরে মেঘ দেখছেন অনেকে। কারণ এখনও পর্যাপ্ত টিকাকরণ হয়নি। অথচ সাধারণ মানুষ আবার দ্বিতীয় ঢেউয়ের আগের মতো বিধিনিষেধ ভাঙতে শুরু করেছেন।

অথচ গত এপ্রিল-মে মাসেই কোভিড সংক্রমণের মুখে কার্যত ভেঙে পড়েছিল দেশের স্বাস্থ্য ব্যবস্থা। কোভিড শয্যার অভাব, ওষুধের অভাব, অক্সিজেনের অভাব, তার থেকে মৃত্যু সবই প্রত্যক্ষ করেছেন মানুষ। দ্বিতীয় ঢেউয়ের ভয়ঙ্কর অভিজ্ঞতার পর স্বভাবতই প্রশ্ন উঠছে, করোনার তৃতীয় ঢেউয়ের জন্য কতটা প্রস্তুত দেশ? কেন্দ্রীয় সরকারের দাবি, ভারতে টিকাকরণের মহাযজ্ঞ চলছে। যাকে বলা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় টিকাকরণ কর্মসূচি। অথচ বাস্তব ছবিটা হল টিকার জোগানের অভাবে এখনও অনিয়মিত টিকাদানের দৈনিক হার। দৈনিক মোট সংখ্যার হেরফের দেখলেই বোঝা যায় টিকাকরণ কর্মসূচির আসল ছবিটা কী।

সোমবার কেন্দ্রীয় সরকার দাবি করেছে, ভারতবর্ষে মোট যত সংখ্যক টিকা দেওয়া হয়েছে তা আমেরিকায় টিকাদানের সংখ্যাকে অতিক্রম করে গেছে। অনেকের মনে হতে পারে, তা হলে দেশ তৃতীয় ঢেউয়ের জন্য আমেরিকার থেকে সুরক্ষিত। ছবিটা আদৌ তা নয় । ভারতবর্ষে ১৮ বছরের উপরে ব্যক্তিদের মোট সংখ্যার মাত্র ৬ শতাংশ টিকাকরণ হয়েছে। ১৮ বছরের নীচে যে বিপুল জনসংখ্যা দেশে রয়েছে তার টিকাকরণ এখনও শুরুই হয়নি। ফলে তৃতীয় ঢেউয়ে যারা আক্রান্ত হতে পারে তাদের সংখ্যা আমেরিকার থেকে বহুগুণ বেশি বলেই জানাচ্ছেন চিকিৎসকরা। কিছুদিন আগেও হাসপাতালে অক্সিজেন ও শয্যা পাওয়া যাচ্ছিল না। এখন জুলাই-অগস্টে যেভাবে ট্যুরিস্ট স্পটে রুম পাওয়া যাচ্ছে না, সেটাও বিপদের হাতছানি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Nabanna | নিকাশিতে গুরুত্ব দিচ্ছে নবান্ন, পাড়া পরিষ্কার কর্মসূচি নিয়ে জারি নয়া গাইডলাইন
53:05
Video thumbnail
Anubrata Mondal | মমতার আস্থা, অ-এ অনুব্রত ক-এ কেষ্ট, দেখুন স্পেশাল রিপোর্ট
03:25:40
Video thumbnail
Kalyan Banerjee | এখনও পর্যন্ত কেন ওই লোকটাকে রাখা হয়েছে? দোভালকে নিয়ে কল্যাণের এক মন্তব্যে তো/লপাড়
03:18:10
Video thumbnail
Good Morning Kolkata | সকালের গুরুত্বপূর্ণ খবর, দেখুন একনজরে সরাসরি
02:08:11
Video thumbnail
Bangla Bolche | অপারেশন সিঁদুর মোদির বিদেশনীতি নিষ্ফলা?
02:13
Video thumbnail
Bangla Bolche | Trump | Modi | ট্রাম্পের কথা মিথ্যে, কেন বলছেন না মোদি?
02:53
Video thumbnail
Aajke | কোথায় গেল কেষ্টর টাকা, গল্পের ঝুলি এখন ফাঁকা?
01:16
Video thumbnail
Aajke | কষ্ট করলে কেষ্ট মেলে
00:56
Video thumbnail
ঘোষাল নামা | Ghosal Nama | কোথায় গেল বিজেপির 'জয় শ্রীরাম' রাজনীতি?
04:11
Video thumbnail
ঘোষাল নামা | Ghosal Nama | শান্তির পায়রা ওড়াতে চায় পাকিস্তান?
04:02

Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39