Wednesday, July 30, 2025
Homeলাইফস্টাইলWB Corona: রাজ্যে দৈনিক করোনা সংক্রমণের নতুন রেকর্ড, একদিনে আক্রান্ত ২৪২৮৭,মৃত ১৮

WB Corona: রাজ্যে দৈনিক করোনা সংক্রমণের নতুন রেকর্ড, একদিনে আক্রান্ত ২৪২৮৭,মৃত ১৮

Follow Us :

কলকাতা: কার্যত বিপজ্জনক হারে করোনা (Corona) সংক্রমণ বাড়ছে রাজ্যে৷ তা রবিবারের স্বাস্থ্য বুলেটিনে স্পষ্ট৷ আগের সব রেকর্ডকে ছাপিয়ে রাজ্যে গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ২৮৭ জন করোনা (Omicron) আক্রান্ত হয়েছেন৷ আর করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ১৮ জন৷ যা নিয়ে উদ্বেগ চরমে রাজ্যের চিকিৎসক ও প্রশাসনিক মহল (SSKM)৷ যে হারে প্রায় প্রতিদিনই করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে প্রশ্ন সব মহলেই৷ পজিটিভির হার বৃদ্ধি পেয়ে ৩৩. ৮৯ শতাংশ৷ এর আগে ২০২১ সালের ১৪ মে দৈনিক করোনা সংক্রমণ ছিল  ২০ হাজার ৮৪৬ জন৷ এদিন সেই রেকর্ডও ছাপিয়ে গেল৷

আরও উদ্বেগের বিষয় শহর কলকাতায় এক ধাক্কায় করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছল প্রায় ৯ হাজার৷ জেলার নিরিখে কলকাতায় দৈনিক সংক্রমণ সব থেকে বেশি৷ আর মৃত্যুর নিরিখে এগিয়ে রয়েছে নদিয়া জেলা৷ সেখানে একদিন ৬ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে৷ তারপরেই রয়েছে কলকাতা৷ রবিবার স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী ৫ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে৷ 

করোনা আক্রান্তের নিরিখে কলকাতার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা৷ সেখানে গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৫৩ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ তৃতীয়স্থানে থাকা হাওড়ায় একদিনে ১৭৪২ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ হুগলিতে ১২৭৮ জন৷ আর পশ্চিম বর্ধমানে ১০০৭ জন এবং দক্ষিণ ২৪ পরগনায় ১০৩৪ জন করোনা আক্রান্ত হয়েছেন৷

আরও পড়ুন-অনলাইনে পুরভোটের প্রচারে জোর, কঠোর করোনাবিধি মানতে সতর্ক বার্তা কমিশনের

এ দিকে ভ্যাকসিনেশন, কড়া বিধিনিষেধ, নাইট কার্ফু সত্ত্বেও দেশজুড়ে বেড়েই চলেছে সংক্রমণ (Covid-19 Third Wave)। সাত মাস পর শুক্রবারই এক লক্ষ ছাড়িয়েছিল দৈনিক সংক্রমণ। শনিবার সংক্রমণ বেড়ে দেড় লক্ষের পথে পা বাড়াল। গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে ২১.৩ শতাংশ বাড়ল সংক্রমণ (Covid-19 Third Wave)। পাল্লা দিয়ে বেড়েছে অ্যাকটিভ কেসও। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৪১ হাজারেরও বেশি। 

গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসের প্রকোপে মৃত্যু হয়েছে ২৮৫ জনের। যা গতকালের থেকে বেশ কিছুটা কম। এ দিন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪ লক্ষ ৮৩ হাজার ৪৬৩ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৪০ হাজার ৯৮৫ জন। দেশে করোনাজয়ীর সংখ্যা বেড়ে হয়েছে ৩ কোটি ৪৩ লক্ষ ১২ হাজার ৭৪০ জন। স্বাস্থ্যমন্ত্রকের ৮ জানুয়ারির রিপোর্ট অনুযায়ী, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ৪ লক্ষ ৭২ হাজার ১৬৯ জন।

পটিজিভিটি রেট রাতারাতি বেড়ে ৯ শতাংশ ছাড়িয়েছে। মোট আক্রান্তের মধ্যে শুধু মহারাষ্ট্রেই আক্রান্ত ৪০ হাজারেরও বেশি। পশ্চিমবঙ্গ ২৪ ঘণ্টায় ১৮,২১৩ জন আক্রান্ত। দিল্লি গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ১৭,৩৩৫ জন। একদিনে তামিলনাড়ু ও কর্ণাটকে যথাক্রমে ৮,৯৮১ ও ৮৪৪৯ জন আক্রান্ত হয়েছেন। উদ্বেগ বাড়ছে ওমিক্রন নিয়েও। ইতিমধ্যেই দেশের ২৭টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে করোনার এই উচ্চসংক্রামক ভ্যারিয়েন্টে আক্রান্তের হদিশ মিলেছে। 

আরও পড়ুন: PM’s Security Lapse: প্রধানমন্ত্রীর নিরাপত্তা সংক্রান্ত দুই কমিটির তদন্তে স্থগিতদেশ সুপ্রিম কোর্টের

২৪ ঘণ্টায় দেশে ওমিক্রন আক্রান্ত ৬৪ জন। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০৭১। এর মধ্যে ১২০৩ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে গিয়েছেন। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। সে রাজ্যে এ পর্যন্ত ৮৭৬ জনের ওমিক্রন ধরা পড়েছে। দিল্লি মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৫১৩। কর্নাটক ও রাজস্থানে মোট ওমিক্রন আক্রান্ত যথাক্রমে ৩৩৩ এবং ২৯১। বাংলায় ২৭ জনের শরীরে ওমিক্রন ধরা পড়েছে। সুস্থ হয়ে গিয়েছেন ১০ জন। 

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Nabanna | নিকাশিতে গুরুত্ব দিচ্ছে নবান্ন, পাড়া পরিষ্কার কর্মসূচি নিয়ে জারি নয়া গাইডলাইন
53:05
Video thumbnail
Anubrata Mondal | মমতার আস্থা, অ-এ অনুব্রত ক-এ কেষ্ট, দেখুন স্পেশাল রিপোর্ট
03:25:40
Video thumbnail
Kalyan Banerjee | এখনও পর্যন্ত কেন ওই লোকটাকে রাখা হয়েছে? দোভালকে নিয়ে কল্যাণের এক মন্তব্যে তো/লপাড়
03:18:10
Video thumbnail
Good Morning Kolkata | সকালের গুরুত্বপূর্ণ খবর, দেখুন একনজরে সরাসরি
02:08:11
Video thumbnail
Bangla Bolche | অপারেশন সিঁদুর মোদির বিদেশনীতি নিষ্ফলা?
02:13
Video thumbnail
Bangla Bolche | Trump | Modi | ট্রাম্পের কথা মিথ্যে, কেন বলছেন না মোদি?
02:53
Video thumbnail
Aajke | কোথায় গেল কেষ্টর টাকা, গল্পের ঝুলি এখন ফাঁকা?
01:16
Video thumbnail
Aajke | কষ্ট করলে কেষ্ট মেলে
00:56
Video thumbnail
ঘোষাল নামা | Ghosal Nama | কোথায় গেল বিজেপির 'জয় শ্রীরাম' রাজনীতি?
04:11
Video thumbnail
ঘোষাল নামা | Ghosal Nama | শান্তির পায়রা ওড়াতে চায় পাকিস্তান?
04:02

Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39