Tuesday, July 29, 2025
Homeলাইফস্টাইলMeasles: ‘হাম’ নিয়ে ‘হু’-এর ব্যাখ্যা, একজন আক্রান্ত ১৮ জনকে সংক্রমিত করতে পারে

Measles: ‘হাম’ নিয়ে ‘হু’-এর ব্যাখ্যা, একজন আক্রান্ত ১৮ জনকে সংক্রমিত করতে পারে

Follow Us :

করোনা (Corona) ভয়াবহতা এখনও দূর হয়নি, নিয়ন্ত্রণে অবশ্যই এসেছে। কিন্তু সেই সময়েই মাথা চাড়া দিয়েছে আরেক ছোঁয়াচে রোগ (Contagious Disease)। হাম অর্থাৎ মিজলস (Measles), আচমকাই তার প্রাদুর্ভাব (Outbreak) দেখা দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organisation – WHO) এই নিয়ে ভীষণ চিন্তিত। হু সতর্কবার্তা দিয়েছে, এই রোগ এতটাই ছোঁয়াচে যে একজন হাম আক্রান্ত ব্যক্তির থেকে ১২ থেকে ১৮ জন সংক্রমণিত হয়ে যেতে পারে। এদিকে শীতের মরসুম। রাষ্ট্রপুঞ্জের স্বাস্থ্য সংস্থা (UN Health Agency) হু বলছে পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে। গত বছরও নাকি এই সময় একই রকম মারাত্মক আকার নিয়েছিল এই ভাইরাসের প্রকোপ। 

সম্প্রতি তাদের প্রকাশিত তথ্যে হু জানিয়েছে, ২০২১ সালে সারা বিশ্বে আনুমানিক ৯০ লক্ষ মানুষ আক্রান্ত হয়েছে এবং ১,২৮,০০০ জন মারা গিয়েছে এই মারণ ভাইরাসে (Deadly Virus)। বাইশটি দেশ সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে হামের প্রাদুর্ভাবে। আর তার সবচেয়ে বড় কারণ হলো টিকাকরণের (Vaccination) অভাব এবং প্রকোপের মূল কারণে নজরদারির ঢিলেমি। কারণ গোটা দুনিয়া করোনার সঙ্গে লড়াই করতে ব্যস্ত ছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, গত বছর ৪ কোটি বাচ্চা মিজলস ভ্যাকসিন ডোজ পায়নি। এর মধ্যে আড়াই কোটি শিশু প্রথম ডোজ পায়নি (First Dose) এবং ১ কোটি ৪৭ লক্ষ বাচ্চা দ্বিতীয় ডোজ (Second Dose) পায়নি। 

আরও পড়ুন: Weather: ফের পতন পারদের, আগামী সপ্তাহ থেকেই কী জাঁকিয়ে শীত, জেনে নিন

হু-এর ডিরেক্টর জেনারেল ডক্টর টেড্রোস আধানোম ঘেব্রেয়েসাস (WHO Director-General Dr Tedros Adhanom Ghebreyesus) বলেছেন, করোনা প্যানডেমিকের (Corona Pandemic) বিরুদ্ধে লড়াইতে রেকর্ড সময়ে ভ্যাকসিন তৈরি করেছে ভ্যাকসিন নির্মাতা কোম্পানিগুলি, তাতে মিজলসের মতো অন্যান্য ক্ষতিকারক রোগের ভ্যাকসিন তৈরিতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যার জন্য কোটি কোটি শিশু ভ্যাকসিন (Vaccine) পায়নি। তিনি আরও বলেছেন, টিকাকরণ কর্মসূচিকে পুনরায় সঠিক পথে ফিরিয়ে আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। এই রোগ প্রতিরোধযোগ্য (Preventable), পরিসংখ্যানে (Statistics) উল্লেখিত প্রতিটি শিশু ঝুঁকিতে রয়েছে, তাই টিকাকরণ জরুরি।  

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য আরও বলছে, ২০০৮-এর পর থেকে এটাই সর্বনিম্ন টিকাকরণের কাজ। মিজলস বা হাম অত্যন্ত ছোঁয়াচে রোগ, কিন্তু ভ্যাকসিনের মাধ্যমে সম্পূর্ণভাবে প্রতিরোধযোগ্য। হামকে চিরতরে দূর করতে হলে ৯৫ শতাংশ টিকাকরণ কিংবা ২টি ডোজ সম্পূর্ণ করা জরুরি। কিন্তু করোনাকালে বিশ্বের ৮১ শতাংশ শিশু মিজলসের প্রথম ডোজ পেয়েছে এবং ৭১ শতাংশ শিশু তাদের দ্বিতীয় ডোজ পেয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, করোনা টিকাকরণের জেরে ১৮টি দেশে ৬ কোটি ১০ লক্ষ শিশু ও বাচ্চার মিজলস ভ্যাকসিনে দেরি হয়েছে কিংবা পায়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, হামের প্রাদুর্ভাব গোটা বিশ্বে বৃদ্ধি পেয়েছে। সময় এসে গিয়েছে টিকাকরণ কর্মসূচি এবং নজরদারিতে ফের জোর দেওয়ায়। তবেই আবার নিয়ন্ত্রণে আনা যাবে ছোঁয়াচে এই মারণরোগকে।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Mamata Banerjee | বোলপুরে প্রশাসনিক সভা থেকে বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন সরাসরি
00:00
Video thumbnail
Weather Update | ফের ঘূর্ণাবর্তের চোখ রাঙানি, বাংলাজুড়ে ভারী বৃষ্টির সতর্কতা, ভাসবে কোন কোন জেলা?
00:00
Video thumbnail
Amit Shah | সংসদ থেকে বক্তব্য রাখছেন অমিত শাহ, দেখুন সরাসরি
00:00
Video thumbnail
Metro News | ফের যাত্রী ভোগান্তি, অনির্দিষ্ট কালের জন্য বন্ধ কবি সুভাষ মেট্রো স্টেশন, কী কারণ?
58:43
Video thumbnail
Nabanna | নিকাশিতে গুরুত্ব দিচ্ছে নবান্ন, পাড়া পরিষ্কার কর্মসূচি নিয়ে জারি নয়া গাইডলাইন
52:45
Video thumbnail
Donald Trump | Putin | ট্রাম্পের হু/ম/কির মুখে পুতিন! কোন নয়া স্ট্র্যাটেজি মার্কিন প্রেসিডেন্টের?
07:10
Video thumbnail
Weather Update | ফের ঘূর্ণাবর্তের চোখ রাঙানি, বাংলাজুড়ে ভারী বৃষ্টির সতর্কতা, ভাসবে কোন কোন জেলা?
02:51
Video thumbnail
Anubrata Mondal | মমতার আস্থা, অ-এ অনুব্রত ক-এ কেষ্ট, দেখুন স্পেশাল রিপোর্ট
03:25:20
Video thumbnail
Kalyan Banerjee | এখনও পর্যন্ত কেন ওই লোকটাকে রাখা হয়েছে? দোভালকে নিয়ে কল্যাণের এক মন্তব্যে তো/লপাড়
03:17:57
Video thumbnail
Good Morning Kolkata | সকালের গুরুত্বপূর্ণ খবর, দেখুন একনজরে সরাসরি
02:07:56

Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39