আগামী মাসে পুরীতে রথযাত্রা অনুষ্ঠিত হবে। এখন জোর কদমে কারিগররা জগন্নাথ বলরাম এবং সুভদ্রার রথ নির্মাণের কাজে ব্যস্ত। সূত্রের খবর, রথ নির্মাণের কাজের সময় ২০ জন কারিগর কোভিড পজিটিভ হন। রিপোর্ট আসার সঙ্গে সঙ্গেই তাঁদেরকে আলাদা করে নিয়ে চলে যাওয়া হয়েছে। পরিবর্তে টেস্ট করিয়ে অন্য কারিগরদের নিয়ে এসে তৎপরতার সঙ্গে শুরু হয়েছে রথ তৈরির কাজ । পুরীর মন্দিরের সামনে যে শামিয়ানা টাঙানো ছিল, স্নান যাত্রার সময় সেটা খুলে ফেলা হবে এবং যতদিন না উল্টোরথ হচ্ছে ততদিন এই শামিয়ানা খোলা থাকবে বলে জানান হয়েছে।
Html code here! Replace this with any non empty text and that's it.