বেঙ্গালুরু: এবার তামিলনাড়ুর পুনালুর-মাদুরাই এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার ভোর ৫টা নাগাদ মাদুরাই রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ওই ট্রেনের একটি কামরায় আগুন লাগে। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে। এই ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২০ জনেরও বেশি। ঘটনাস্থলে দমকল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও ওই কামরা ছাড়া বাকি আর কোনও কামরায় ক্ষয়ক্ষতি হয়নি বলে রেল সূত্রে খবর। মৃতদের পরিবারকে ১০ লক্ষ করে অনুদান দেওয়ার কথাও ঘোষণা করেছে ওই রাজ্যের সরকার।
রেল সূত্রে খবর, পুনালুর-মাদুরাই এক্সপ্রেসের ওই কামরাটি ব্যক্তিগত ভাবে ভাড়া নেওয়া হয়েছিল। তাঁরা উত্তর প্রদেশের বাসিন্দা বলে জানা গিয়েছে। ওই কামরাটিতে একটি গ্যাস সিলিন্ডার ছিল। এই কারণেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দমকলের প্রাথমিক অনুমান। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রেল আধিকারিক সহ দমকলের কর্মীরা। দমকলের চেষ্টায় প্রায় ২ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আহতদেরও উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন: রাস্তার পাশে পড়ে রয়েছে বাইক, রক্তাক্ত অবস্থায় উদ্ধার ৩ যুবকের দেহ
অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন মাদুরাইয়ের জেলা কালেক্টর এমএস সঙ্গীতা। তিনি জানান, ট্রেনের ওই কামরায় আগুন লাগার ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা হয়েছে ২০ জন।