নয়াদিল্লি: সংসদে আজ বিরোধী দলনেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) বক্তব্যের পর তুমুল শোরগোল পড়েছে জাতীয় রাজনীতিতে। অগ্নিবীর প্রকল্প (Agniveer Scheme), হিন্দু নিয়ে মন্তব্য করায় তাঁর তুমুল সমালোচনা করছে কেন্দ্রীয় সরকারের একাধিক নেতৃত্ব। শোনা যাচ্ছে, এরপর দুই তরফেই দুটি বড় বৈঠক চলছে। একদিকে বৈঠকে বসেছেন রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী (Sonia Gandhi) এবং প্রিয়াঙ্কা গান্ধী বঢরা (Priyanka Gandhi)। অন্যদিকে সংসদ বিষয়ক মন্ত্রী এবং আইন মন্ত্রী বৈঠকে বসেছেন বলে খবর।
আরও পড়ুন: রাহুলের হিন্দু মন্তব্যে উত্তাল সংসদ, ক্ষমা চাওয়ার দাবি শাহের
শোনা যাচ্ছে, স্পিকার ওম বিড়লার (Om Birla) সঙ্গে কথা বলেছেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু (Kiren Rijiju) এবং আইনমন্ত্রী অর্জুন সিং মেঘাওয়াল। রাহুল যা বলেছেন তা সংসদীয় নিয়ম বহির্ভূত কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এও শোনা যাচ্ছে, তাঁর বক্তব্যের কিছু অংশ লোকসভার নথি থেকে মুছে দেওয়া হতে পারে। সংসদে রাহুল যা বলেছেন, তার প্রমাণ না দিতে পারলে এই পদক্ষেপ নেওয়া হবে বলে খবর।
দেখুন অন্য খবর: