নয়াদিল্লি: দীর্ঘদিন ধরেই ঋণের বোঝা বহন করে চলেছে অন্যতম বড় টেলিকম সংস্থা ভোডাফোন (Vodafone) ও আইডিয়া (Idea)। অন্যান্য টেলিকম সংস্থাকে টেক্কা দিতে আগেই দুই সংস্থা এক হয়। কিন্তু তারপরও সেভাবে বিশেষ কোনও লাভের মুখ দেখতে পারেনি এই দুই সংস্থা। তাদের স্বস্তি দিতে শেয়ার (Share) নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। ১৬ হাজার কোটি টাকার শেয়ার নেবে কেন্দ্র। শুক্রবার এক বিবৃতিতে টেলিকম সংস্থার তরফে জানানো হয়েছে, প্রতিটি শেয়ারের মূল্য ঠিক হয়েছে ১০ টাকায়। এর ফলে ভোডাফোন-আইডিয়ার প্রায় ৩৫ শতাংশ মালিকানা থাকছে সরকারের হাতে।
মুকেশ অম্বানী টেলিকম সংস্থা রিলায়েন্স জিয়ো (Reliance Jio) আসার পরই মউখ থুবরে পড়ে ভোডাফোন, এয়ারটেলের মতো বড় বড় সংস্থা। এর জেরে সরকারের কাছে বকেয়া ঋণ ও তার সুদও ক্রমশ বাড়তে থাকে। সে কারণে ২০১৮ সালে ভোডাফোনের সঙ্গে হাত মেলায় আইডিয়া। তারপরই নতুন নাম হয় ভিআই। কিন্তু তারপরও লাভের মুখ দেখতে পারেনি ভিআই। বরং ঋণ ক্রমশ বাড়তে থাকে। ইন্ডাস টাওয়ার্সের কাছে ভোডাফোন-আইডিয়া টেলিকম সংস্থার ঋণের বোঝা প্রায় ৭,০০০ কোটি টাকা। গত বছর এ বিষয়ে চিঠি দিয়ে ইন্ডাস টাওয়ার্স টাকা মিটিয়ে দেওয়ার জন্য জানায়।
আরও পড়ুন:Weather Updates: ফের কমল তাপমাত্রা, সপ্তাহান্তে ঝোড়ো ব্যাটিং শীতের
এই অবস্থায় কয়েকদিন আগেই ভোডাফোন-আইডিয়া জানায়, তাদের ৩৩ শতাংশ শেয়ার কেন্দ্র অধিগ্রহণ করতে পারে। অবশেষে তাতে সবুজ সঙ্কেত দিল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক।