লখনউ: উত্তর প্রদেশের কুখ্যাত গ্যাংস্টার আতিক আহমেদের ছেলে আসাদ আহমেদের (Atiq Ahmed’s Son Asad) মৃত্যু হয়েছে পুলিশি এনকাউন্টারে। এই এনকাউন্টারের জন্য উত্তরপ্রদেশের স্পেশাল টাস্কফোর্সের (Special Task Force) প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Uttar Pradesh Chief Minister Yogi Adityanath )। উমেশ পাল (Umesh Pal) হত্যা মামলায় অভিযুক্ত দুজ এনকাউন্টারে নিকেশ হওয়ার পরই বিধানসভায় মুখ্যমন্ত্রী আদিত্যনাথ যোগীর সদর্প ঘোষণা, মাফিয়াদের শেষ করে মাটির সঙ্গে মিশিয়ে দেব। কোনও মাফিয়া ছাড় পাবে না।
বৃহস্পতিবার ঝাঁসিতে উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল টাস্কফোর্সের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয় আসাদ ও তার সঙ্গী গোলামের। উমেশ পাল হত্যা মামলায় আসাদকে দীর্ঘগিন ধরেই খুঁজছিল পুলিশ। তার মাথার জন্য ৫ লক্ষ টাকা পুরস্কারও ঘোষণা করেছিল উত্তর প্রদেশের পুলিশ। শেষমেশ পুলিশি এনকাউন্টারে খতম হল আসাদ। তার সঙ্গী গোলামেরও মৃত্যু হয়েছে এনকাউন্টারে।
পুলিশ সূত্রের খবর, ২০০৫ সালের ২৪ ফেব্রুয়ারি বসপা বিধায়ক রাজু পাল খুন হন। সেই ঘটনার অন্যতম সাক্ষী ছিলেন উমেশ পাল নামে একজন। গত মাসে উমেশ পালকে খুব কাছ থেকে গুলি করে ৬ দুষ্কৃতী। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। উমেশ পালের নিরাপত্তার দায়িত্বে থাকা ২ পুলিশ কর্মীও গুলিতে মারা যান। উমেশ পাল খুনের ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়ে গিয়েছিল সে সময়। যা দেখে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছিল। দিনের আলোয় রাস্তার উপর এহেন শিহরণ জাগানো হত্যাকাণ্ড দেখে বিরোধীরা সরব হওয়ায় রাজ্য সরকার নড়েচড়ে বসে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Chief Minister Yogi Adityanath) বলেছিলেন, এই খুনের সঙ্গে যারা জড়িত তাদের উচিত শিক্ষা দেওয়া হবে। রাজু পাল খুনের প্রধান অভিযুক্ত আতিক এখন জেলে রয়েছে।
Mitti Mein Mila Denge : ???#Encounter #AtiqueAhmed #uppoliceInNews #YogiAdityanath #yogi #BigBreaking #mafia pic.twitter.com/EaPbObHMrE
— Prashant Sahu ?? (@suryanandannet) April 13, 2023
উমেশ পাল হত্যা মামলায় অভিযুক্ত দুজনের এনকাউন্টারে মৃত্যুর পরই বিধানসভায় এদিন বিবৃতি দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আমার রাজত্বে কোনও মাফিয়ারা স্থান নেই।এই সরকার মাফিয়ারাজ চালাতে দেবে না। বেআইনি কার্যকলাপের জায়গা উত্তর প্রদেশ নয়। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরই যোগী হুঁশিয়ারি দিয়েছিলেন, দুষ্কৃতী দমনে তাঁর সরকার জ়িরো টলারেন্স নীতি নেবে। কয়েকদিন আগেই এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেছিলেন, যে সব গ্যাংস্টার এতদিন আইনের তোয়াক্কা না করে সাধারণ মানুষ, ব্যবসায়ী, শিল্পপতিদের ভয় দেখাত, যারা দিনের পর দিন অপহরণ, খুন করেছে, আজ তারাই ভয়ে প্যান্ট ভিজিয়ে ফেলছে।
বৃহস্পতিবারের এনকাউন্টারের পর উমেশ পালের পরিবার ধন্যবাদ জানিয়েছে মুখ্যমন্ত্রীকে। উমেশের মা শান্তি দেবী বলেন, আসাদ আহমেদকে হত্যা করে যোগী আদিত্যনাথ সরকার ন্যায়বিচার করেছে। মুখ্যমন্ত্রীর প্রতি আমার পূর্ণ আস্থা আছে।