মুম্বই: যানজট। এর কারণে দেরিতে অফিস পৌঁছনো নতুন ঘটনা নয়। বহু ক্ষেত্রে অ্যাম্বুল্যান্সে রোগী মৃত্যুর ঘটনাও সামনে আসে৷ তাই বলে ‘বিবাহ বিচ্ছেদ’? হ্যা৷ শুনতে অবাক লাগলেও এবার যানজটের কারণে বিবাহ বিচ্ছেদের অভিযোগ উঠেছে৷ অভিযোগকারী, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী৷ স্বাভাবিকভাবেই অভিযোগ গুরুতর বলেই মনে করা হচ্ছে৷ অনেকেই আবার সামাজিক মাধ্যমে ‘অভিযোগে’র উপহাস করছেন৷
যানজট এলাকা বাণিজ্যনগরী মুম্বই৷ অভিযোগকারী মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণনীসের স্ত্রী অমৃতা ফড়নবীস৷ শনিবার অমৃতা ফড়ণবীস বলেন, ‘‘যানজটের কারণে দেশের বাণিজ্যিক রাজধানী মুম্বইতে কমপক্ষে ৩ শতাংশ বিবাহ বিচ্ছেদ হচ্ছে৷’’
অমৃতা বলেন, ‘‘ভুলে যান আমি দেবেন্দ্র ফড়ণবীসের স্ত্রী। আমি একজন সাধারণ নাগরিক হিসাবে আপনাদের সঙ্গে কথা বলছি। আমি রাস্তাতে বের হলেই গর্ত, যানজট-সহ একাধিক সমস্যায় পড়েছি, পড়ছি৷ এই যানজটের কারণে মুম্বইয়ের মানুষ তাঁদের পরিবারকে সময় দিতে পারেন না এবং এরই জেরে ৩ শতাংশ বিবাহ বিচ্ছেদ হয়।’’
#WATCH: BJP leader Devendra Fadnavis' wife Amruta Fadnavis says, "I'm saying this as common citizen. Once I go out I see several issues incl potholes,traffic. Due to traffic,people are unable to give time to their families & 3% divorces in Mumbai are happening due to it." (04.02) pic.twitter.com/p5Nne5gaV5
— ANI (@ANI) February 5, 2022
অমৃতার এই মন্তব্যের ভিডিয়ো সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে৷ রাজনৈতিক সমালোচনাও শুরু হয়েছে৷ যদিও রাজনৈতিক ভাবে রাজ্যের বর্তমান সরকারকে আক্রমণ করতে চাননি অমৃতা৷ তিনি সাধারণ নাগরিক হিসাবেই সমস্যার কথা তুলে ধরেছেন৷ অমৃতার কথায়, ‘‘ভুলে যান আমি প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী৷ সাধারণ নাগরিক হিসাবেই বলছি৷’’
Best (il)logic of the day award goes to the lady who claims 3% Mumbaikars are divorcing due to traffic on roads. Please take a holiday break rather than having a mind on brake..
Bengaluru families please avoid reading this , can prove fatal for your marriages ?— Priyanka Chaturvedi?? (@priyankac19) February 5, 2022
এ দিকে অমৃতার ভিডিয়ো দেখার পরেই নাম না করে পাল্টা জবাব দিয়েছেন শিবসেনার রাজ্যসভা সাংসদ প্রিয়ঙ্কা চতুর্বেদী৷ তিনি অমৃতার নাম না করে টুইটে লেখেন, ‘দিনের সেরা কু-যুক্তি দেওয়ার পুরস্কার সেই মহিলাই পাবেন যিনি মনে করেন, যানজটের কারণে ৩ শতাংশ মুম্বইবাসী বিবাহ বিচ্ছেদ করছেন! বিচ্ছেদে মন না দিয়ে বরং একটু ছুটি নিন। বেঙ্গালুরুবাসী এমন খবর পড়বেন না। আপনাদের দাম্পত্যের পক্ষে মারাত্মক হতে পারে।’