নয়াদিল্লি: প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন নরেন্দ্র মোদি। জওহরলাল নেহরুর পর প্রথম ব্যক্তি হিসেবে টানা তিনবার প্রধানমন্ত্রী হলেন তিনি। এদিন ঠিক সন্ধে ৭.১৫-য় রাষ্ট্রপতি ভবনে উপস্থিত হন মোদি। মঞ্চে তিনি উপবিষ্ট হওয়ার পর প্রবেশ করেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়। প্রথা অনুযায়ী সবার শেষে আসন গ্রহণ করেন মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাঁর অনুমতি দেওয়ার পর শপথবাক্য পাঠ করেন মোদি। প্রথম ৩০ জনের মধ্যে ২৫ জনই বিজেপির। প্রথম ৩০-এ নেই বাংলা থেকে জয়ী কোনও সাংসদ।
দেখে নিন কোন ৩০ জন প্রথমে শপথ নিলেন।
১) নরেন্দ্র মোদি (বিজেপি)
২) রাজনাথ সিং (বিজেপি)
৩) অমিত শাহ (বিজেপি)
৪) নিতিন গড়করি (বিজেপি)
৫) শিবরাজ সিং চৌহান (বিজেপি)
৬) নির্মলা সীতারামন (বিজেপি)
৭) এস জয়শঙ্কর (বিজেপি)
৮) মনোহরলাল খট্টর (বিজেপি)
৯) এইচ ডি কুমারস্বামী (জেডিএস)
১০) পীযূষ গোয়েল (বিজেপি)
আরও পড়ুন: প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদি
১১) ধর্মেন্দ্র প্রধান (বিজেপি)
১২) জিতনরাম মাঞ্ঝি (হাম)
১৩) রাজীবরঞ্জন সিং (জেডিইউ)
১৪) সর্বানন্দ সোনওয়াল (বিজেপি)
১৫) ডঃ বীরেন্দ্র কুমার (বিজেপি)
১৬) কে রামমোহন নাইডু (টিডিপি)
১৭) প্রহ্লাদ জোশি (বিজেপি)
১৮) অশ্বিনী বৈষ্ণব (বিজেপি)
১৯) জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (বিজেপি)
২০) ভূপেন্দ্র যাদব (বিজেপি)
২১) গজেন্দ্র সিং শেখাওয়াত (বিজেপি)
২২) অন্নপূর্ণা দেবী (বিজেপি)
২৩) কিরেন রিজিজু (বিজেপি)
২৪) হরদীপ সিং পুরী (বিজেপি)
২৫) ডঃ মনসুখ মাণ্ডবীয় (বিজেপি)
২৬) গঙ্গাপুরম কিষণ রেড্ডি (বিজেপি)
২৭) চিরাগ পাসোয়ান (এলজেপি)
২৮) সি আর পাতিল (বিজেপি)
২৯) রাও ইন্দ্রজিৎ সিং (বিজেপি)
৩০) জিতেন্দ্র সিং (বিজেপি)