Sunday, August 17, 2025
HomeদেশRahul Gandhi | মুসলিম লিগ ধর্মনিরপেক্ষ, মন্তব্যে বিজেপির শরশয্যায় রাহুল

Rahul Gandhi | মুসলিম লিগ ধর্মনিরপেক্ষ, মন্তব্যে বিজেপির শরশয্যায় রাহুল

Follow Us :

ওয়াশিংটন: মুসলিম লিগ সম্পর্কে যে সাম্প্রদায়িক দল হিসেবে দাবিয়ে দেওয়া হয়েছে, সেরকম কোনও কারণ নেই। মুসলিম লিগ একটি সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ দল। বৃহস্পতিবার ওয়াশিংটনের প্রেস ক্লাবে কেরলে কংগ্রেসের সঙ্গে মুসলিম লিগের জোট সম্পর্কিত একটি প্রশ্নে উত্তরে এমনই মন্তব্য করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, মুসলিম লিগ সম্পূর্ণ ধর্ম নিরপেক্ষ একটি দল। আমার মনে হয় এই প্রশ্নটি যিনি করেছেন, তাঁর মুসলিম লিগ প্রসঙ্গে কোনও ধারণা নেই। এই প্রশ্নের পাশাপাশি গতকাল রাশিয়া-ইউক্রেন সহ আগামী লোকসভা নির্বাচনে বিরোধী জোট সম্পর্কেও তাঁকে বলতে শোনা যায়। 

প্রসঙ্গত কেরলে কংগ্রেস- নেতৃত্বাধীন ইউডিএফের অন্যতম সরিক দল মুসলিম লিগ। এই পরিস্থিতিতে রাহুলের এই মন্তব্যে জাতীয় রাজনীতিতে শুরু হয়েছে চর্চা। তাঁর এই মন্তব্যকে কটাক্ষ করে বিজেপি নেতা অমিত মালব্য বলেন, মুসলিম লিগের মতো দলকে ধর্ম নিরপেক্ষ বলে রাহুল গান্ধী তাঁর নির্বাচনী কেন্দ্র ওয়েনাড়ে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করছেন। সাংসদ পদ খারিজ হয়ে যাওয়ার পরেও সেখানকার মানুষের কাছে গ্রহণযোগ্যতা ধরে রাখার জন্য এমন মন্তব্য করছেন বলে টুইট করেন অমিত।

আরও পড়ুন: Kurmi | অভিষেকের কনভয় হামলায় সিআইডির জালে আরও এক কুড়মি নেতা

কংগ্রেস নেতা পবন খেরা অমিত মালব্যের টুইটের উত্তরে কটাক্ষ করে লেকেন, আপনি কি অশিক্ষিত? জিন্নাহর মুসলিম লীগ এবং কেরলের মুসলিম লিগ মধ্যে ফারাকটাই আপনি জানেন না। জিন্নাহর মুসলিম লিগ ছিল যার সঙ্গে আপনার পূর্বসূরিদের জোট ছিল এবং পরে বিজেপি জোট করেছিল। কংগ্রেস নেতা পবন খেরা ২০১২ সালের নাগপুর মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন নির্বাচনে ইন্ডিয়ান ইউনিয়ন অফ মুসলিম লিগের দুই সদস্য বিজেপিতে যোগ দেওয়ার একটি প্রতিবেদনও উল্লেখ করেন।

প্রসঙ্গত, দ্বিজাতিতত্ত্বের উপর ভিত্তি করে মহম্মদ আলি জিন্নাহার ন্তৃত্বের অল ইন্ডিয়া মুসলিম লিগের লাহোর অধিবেশনে প্রথম মুসলিমদের জন্য পৃথক রাষ্ট্র পাকিস্তান গঠনের দাবি ওঠে। তাঁকে লাহোর প্রস্তাব কিনবা পাকিস্তান প্রস্তাব বলা হয়। সেই অধিবেশন জিন্নাহ তৎকালীন অবিভক্ত ভারতের মুসলিম নেতারা ‘হিন্দুদের দল’ কংগ্রেস থেকে বিচ্ছিন্ন হয়ে পৃথক রাষ্ট্র গঠনের দাবি জানায়। মহত্মা গান্ধী সহ কংগ্রেসের তাবর নেতারা জিন্নাহকে বোঝাতে ব্যর্থ হন। ভারত ভাগের জন্য সেই মুসলিম লিগকে দায়ি করে বিজেপি শিবির রাহুল গান্ধীকে তুলোধনা করা শুরু করেছে। অপরপক্ষে লোকসভা ভোটের আগে কংগ্রেসের ধর্মনিরপেক্ষ চরিত্র তুলে ধরতে সচেষ্ট হয়েছেন কংগ্রেস নেতা। 

একইসঙ্গে ২০২৪ এর লোকসভা নির্বাচনে বিরোধী জোট প্রসঙ্গেও  ইতিবাচক মন্তব্য করেন রাহুল। তিনি বলেন, ভারতের বিরোধী জোট বেশ ঐক্যবদ্ধ। আলোচনার মাধ্যমে তাঁর দলের সঙ্গে সম্পর্ক আরও ভালো হবে বলেও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তিনি। রাহুল বলেন, তাঁর দল প্রতিনিয়ত দেশের সমস্ত বিরোধী দলগুলির সঙ্গে যোগাযোগ রাখছে। আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে হারাতে বিরোধী দলগুলিকে এক হয়ে লড়তে হবে। আগামিদিনে আলোচনার মাধ্যমে বিরোধী জোট আরও ঐক্যবদ্ধ হবে। বিরোধী দলগুলির সঙ্গে বোঝাপড়ায় কিছু জায়গায় ফাঁক রয়ে গিয়েছে। এখন পারস্পরিক দেওয়া-নেওয়ার ভিত্তিতে সেই শূন্যতা পূরণ করতে হবে। কিন্তু আমি আত্মবিশ্বাসী আগামী লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে বিরোধীদের মহাজোট হবেই।  

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Narendra Modi | BJP | বাংলাভাষায় ব্যাকফুটে বিজেপি, সামাল দিচ্ছেন মোদি! কী প্রতিক্রিয়া তৃণমূলের?
03:01:11
Video thumbnail
Kunal Ghosh | অভয়ার মূর্তি নিয়ে কুণাল ঘোষের মন্তব্যে তীব্র জল্পনা, কী জানালেন ডা. অনিকেত মাহাত?
03:07:45
Video thumbnail
Politics | ভোটের মুখেই বেঙ্গল ফাইলস, ধর্মের সুড়সুড়ি না কি ভাই?
05:52
Video thumbnail
Howrah | Janmashtami | জন্মাষ্টমীর রাতে ‘তাসের দেশ’, এই অনুষ্ঠান মন ভালো করবে আপনারও
02:36
Video thumbnail
Politics | বাদ পড়ল সংখ্যালঘু ভোটার, কোনখানে দাঁড়িয়ে বিহার?
04:44
Video thumbnail
Politics | বিজেপি বো/মা বলল বাজিকে! এইভাবে ভোটে ছিঁড়বে কি শিকে?
04:51
Video thumbnail
Politics | মহাত্মা গান্ধীর মাথায়, সাভারকরকে কারা বসায়!
05:07
Video thumbnail
Politics | বিজেপির নয়া সিলেবাসে দেশভাগের দায় কংগ্রেসের
05:44
Video thumbnail
Politics | তিন বছর পরে ফের ভোট গণনায় জয়ী এইবারে
05:36
Video thumbnail
Dugra Puja | সমাজসেবী সংঘের দুর্গাপুজোর ৮০ তম বর্ষ, পুজোর থিম 'পথের পাঁচালি ১৯৪৬'
03:23