অযোধ্যা: অযোধ্যায় (Ayodhya) রামমন্দিরের (Ram Temple) উদ্বোধন হবে আগামী বছরের শুরুতেই। ঐতিহাসিক ওই মুহূর্তের জন্য প্রস্তুতিতে ব্যস্ত মন্দির কর্তৃপক্ষ। মন্দিরের গর্ভগৃহে ভগবান রামচন্দ্র ছাড়াও অন্য দেবতাদের মূর্তি বসবে। গর্ভগৃহে সাধারণত একটি শিবলিঙ্গ (Shivling) স্থাপন করার প্রথা রয়েছে। জানা গেল, রামমন্দিরের গর্ভগৃহে বসবে নর্মদেশ্বর শিবলিঙ্গ (Narmadeshwar Shivling)। ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গের এক অংশ হচ্ছে এই নর্মদেশ্বর শিবলিঙ্গ। জানা গিয়েছে, ইতিমধ্যেই অযোধ্যার পথে রওনা দিয়েছে শিবলিঙ্গটি।
এই মুহূর্তে শিবলিঙ্গকে নিয়ে যাত্রা ঝাঁসিতে (Jhansi) পৌঁছেছে। যাত্রাকে স্বাগত জানাতে হাজির হন ঝাঁসির মেয়র বিহারীলাল আর্য, এছাড়াও শয়ে শয়ে রাম ও শিবের ভক্তের আগমন ঘটে। শিবলিঙ্গকে স্বাগত জানাতে উপস্থিত হলেন মুসলিম সম্প্রদায়ের মানুষও। স্বাগত জানাতে আসা আমজাদ খান বলেন, ভগবান রাম ধর্মেরও উপরে, তিনি আমাদের সবার আদর্শ। গর্ভগৃহে যে শিবলিঙ্গের স্থাপনা হতে চলেছে তাকে স্বাগত জানাতে পারা সৌভাগ্যের বিষয়।
আরও পড়ুন: কখন কীভাবে দেখা যাবে চন্দ্রযানের চাঁদে অবতরণ, জেনে নিন এক ক্লিকে
নর্মদেশ্বর শিবলিঙ্গের আরাধনা করতে আসা কাইফ আলি বলেন, এখন একতা এবং সম্প্রীতির সময়। ভগবান রাম এবং ভগবান শিবের প্রতি আমাদের সবার আস্থা রয়েছে। শিবলিঙ্গ নিয়ে অযোধ্যার অভিমুখে যাত্রা করা দলের নেতৃত্ব দিচ্ছেন নর্মদেশ্বর মহারাজ (Narmadeshwar Maharaj)। তিনি জানান, রামমন্দির নির্মাণের সঙ্গে যুক্ত চম্পত রাইয়ের অনুরোধেই এই শিবলিঙ্গ নিয়ে যাওয়া হচ্ছে। সনাতন হিন্দু ধর্মের প্রথা হল, মন্দিরে দেবতা একা বাস করেন না। পাঁচ দেবতার পঞ্চায়েত বসানো হয়। রামমন্দিরে যে পঞ্চায়েত বসানো হবে তার প্রধান হবেন রাম।