Sunday, August 3, 2025
Homeদেশটানা দু'দিন বাড়ল দৈনিক সংক্রমণ, নিম্নমুখী মৃত্যু

টানা দু’দিন বাড়ল দৈনিক সংক্রমণ, নিম্নমুখী মৃত্যু

Follow Us :

নয়াদিল্লি: দেশে দৈনিক সংক্রমণ ফের বাড়ল। গত ২৪ ঘণ্টার মোট করোনা আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৯৮২ জন। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ কোটি ১৫ লক্ষ ৭২ হাজার ৩৪৪।

আরও পড়ুন: মহরম,দুর্গাপুজোতেও করোনার বিধিনিষেধ থাকবে, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের

গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৩৩ জনের৷ এই সংখ্যাটা আগের দিনের থেকে কিছুটা কম। করোনায় দেশে মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ২৬ হাজার ২৯০৷ দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪১ হাজার ৭২৬ জন৷ মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ৯ লক্ষ ৭৪ হাজার ৭৪৮ জন। সুস্থতার হার ৯৭.৩৭ শতাংশ।

এক সময় দৈনিক আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ছাড়িয়ে গিয়েছিল। দাওয়াই বলতে ছিল লকডাউন আর নাইট কার্ফু। সঙ্গে কোভিড টিকাকরণ। এই তিন দাওয়াইয়ের জেরে দু’মাস ধরে সংক্রমণের গতি কিছুটা নিম্নমুখী। সুস্থতার হার যেমন বাড়ছে, তেমন দৈনিক মৃত্যুও কমছে।  অ্যাকটিভ কেস ধারাবাহিকভাবে কমছে। এই মুহূর্তে দেশে করোনা অ্যাক্টিভ কেস রয়েছে ৪,১১,০৭৬টি৷

আরও পড়ুন: রাজ্যে ফের উর্ধ্বমুখী করোনার গ্রাফ, সংক্রমণের শীর্ষে উত্তর ২৪ পরগনা

মাস্ক-স্যানিটাইজার-শারীরিক দূরত্বের পাশাপাশি করোনা রুখতে সবচেয়ে জরুরি হল গণ-টিকাকরণ। আপাতত দেশজুড়ে টিকাকরণেই জোর দিচ্ছে সরকার। ইতিমধ্যেই দেশের ৪৮ কোটি ৯৩ লক্ষ ৪২ হাজার ২৯৫ জনকে টিকা দেওয়া হয়েছে। গত ১০ দিন ধরে দেশে দৈনিক পজিটিভিটি রেট ৩ শতাংশের কম।

গত ২৪ ঘণ্টায় ভারতে মোট ১৬ লক্ষ ৬৪ হাজার ৩০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টার মোট করোনা পরীক্ষার ২.৫৮ শতাংশ রিপোর্ট পজিটিভ এসেছে। এ পর্যন্ত দেশে ৪৭ কোটি ৪৮ লক্ষ ৯৩ হাজার ৩৬৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। দেশের অধিকাংশ রাজ্যে সংক্রমণ নিয়ন্ত্রণে এলেও মহারাষ্ট্র, কেরলের পরিস্থিতি নিয়ে চিন্তায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

আরও পড়ুন: পঞ্জাবের মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টার পদ থেকে ইস্তফা প্রশান্ত কিশোরের

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39