বেঙ্গলুরু: যৌনমিলনের সময় মৃত্যু হল ৬৭ বছরের এক প্রৌঢ়ের। হার্ট অ্যাটাকের কারণেই মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মৃত্যুর প্রায় এক সপ্তাহ পর প্লাস্টিক মোড়া ওই প্রৌঢ়ের মৃতদেহ উদ্ধার করে বেঙ্গালুরু পুলিশ। সূত্রের খবর, মৃত ওই ব্যক্তি নাম বালা সুব্রমনিয়ম। তিনি বেঙ্গালুরুর (Bengaluru) একজন ব্যবসায়ী। গৃহপরিচারিকার সঙ্গে তাঁর অবৈধ সম্পর্কের কথা ছিল বলে জানা গিয়েছে। গত ১৬ নভেম্বর বান্ধবীর বাড়িতে যান ওই ব্যক্তি। সেখানেই বান্ধবীর সঙ্গে যৌনমিলনে লিপ্ত হন। হঠাৎই তাঁর হার্ট অ্যাটাকে মৃত্যু হয় তাঁর। মৃত্যুর পর মৃতদেহ কোথাও ফেলে আসার তোড়জোড় শুরু করে মৃতের বান্ধবীর পরিবার।
পুলিশ জানিয়েছে, বেঙ্গালুরুর জেপি নগরের (JP Nagar) বাসিন্দা বালা সুব্রমনিয়ম গত ১৬ নভেম্বর তাঁর নাতিকে ব্যাডমিন্টন স্কুলে খেলতে দিয়ে বান্ধবীর বাড়িতে যান। এরপর বিকেল ৪.৫৫ নাগাদ বালা তাঁর পুত্রবধূকে ফোন করেন ব্যক্তিগত কিছু কাজের কারণ জানিয়ে তাঁর ফিরতে দেরি হবে বলে জানান।
এরপর বিকেল পার হয়ে রাত হলেও ওই প্রৌঢ় বাড়িতে ফেরেননি। বাবা বাড়িতে না ফেরায়, পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। এরপর প্লাস্টিকের ব্যাগ এবং বিছানার চাদর জড়ানো অবস্থায় বালার মৃতেদহ উদ্ধরা করে বেঙ্গালুরু থানার পুলিশ।
আরও পড়ুন:Weather: আরও কমবে পারদ, রাজ্য জুড়ে শীতের আমেজ কি শুরু, জেনে নিন
প্রৌঢ়ের প্রেমিকার দাবি, এই ঘটনা প্রকাশ্যে এলে, তাঁর ভাবমূর্তি নষ্ট হতে পারে। সেই কারণে সেদিন কাউকে না জানিয়ে তাঁর স্বামী ও দাদাকে ফোন করেন তিনি। এরপর তিনজন মিলে ওই প্রৌঢ়ের দেহ জেপি নগরের এক নির্জন জায়গায় ফেলে দেন। পুলিশ জানিয়েছে, সুব্রমনিয়মের সঙ্গে ওই পরিচারিকার বহুদিনের সম্পর্ক। গত বছর তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি হয়। তা সত্ত্বেও সুব্রমনিয়নম প্রায়ই বান্ধবীর বাড়িতে গিয়ে তার সঙ্গে যৌনমিলনে লিপ্ত হতেন।