নয়াদিল্লি: মাত্রাছাড়া হারে ভারতে বাড়তে শুরু করেছে ওমিক্রন (Omicron India)৷ এই পরিস্থিতিতে বিদেশ থেকে আসা যাত্রীদের হোম কোয়ারেন্টাইন (Home Quarantine) বাধ্যতামূলক বলে জানিয়ে দিল কেন্দ্র৷ ঝুঁকিপূর্ণ, অঝুঁকিপূর্ণ যে দেশ থেকেই যাত্রীরা আসুক না কেন, তাঁদের ৭ দিন বাড়িতেই থাকতে হবে৷ শুক্রবার ট্র্যাভেল গাইডলাইন পুর্নবিবেচনা করে কেন্দ্রীয় সরকার জানায়, যাত্রা শুরুর আগে যাত্রীকে অনলাইন এয়ার সুবিধা পোর্টালে (Online Air Subidha Portal) একটি সেলফ ডিক্লায়েরেশন ফর্ম (Self Declaration Form) পূরণ করতে হবে৷ যেখানে শেষ ১৪ দিনের যাত্রার সব বিবরণ উল্লেখ থাকবে৷ ওই পোর্টালে আগে থেকে আরটি-পিসিআরের নেগেটিভ রিপোর্টও আপলোড করতে হবে৷ তারপর বিমানবন্দরে নামার পর সংশ্লিষ্ট ব্যক্তিকে সাতদিন হোম কোয়ারেন্টাইনে পাঠিয়ে দেওয়া হবে৷ আট দিনের মাথায় আরটি-পিসিআর টেস্ট করে দেখতে হবে রিপোর্ট পজিটিভ অথবা নেগেটিভ কি না৷
১১ জানুয়ারি থেকে নতুন নিয়ম মেনে চলতে হবে বিদেশ থেকে আসা যাত্রীদের৷ এই নিয়ম লাগু হবে বন্দর এবং স্থলবন্দর থেকে ভারতে ঢোকা যাত্রীদের উপরেও৷ কেন্দ্রের অসামরিক বিমান পরিবহনমন্ত্রক জানিয়েছে, সেলফ ডিক্লায়েরেশন ফর্মে দেওয়া তথ্যে কোনও ভুল থাকলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে অপরাধমূলক ধারায় ব্যবস্থা নেওয়া হবে৷ ওই ফর্মে লিখিতভাবে যাত্রীদের জানাতে হবে, তাঁরা সরকারি সমস্ত নিয়ম মেনে চলবেন৷ এই ফর্ম পূরণ না করে কেউ বিমানে উঠতে পারবে না বলেও বিমান সংস্থাগুলিকে সাফ জানিয়ে দিয়েছে কেন্দ্র৷
অন্যদিকে, ঝুঁকিপূর্ণ দেশ থেকে আসা যাত্রীদের বিমানবন্দরে নামার পর কোভিড পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে৷ রিপোর্ট নেগেটিভ এলে সাতদিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক৷ কিন্তু রিপোর্ট পজিটিভ এলে সংশ্লিষ্ট ব্যক্তির নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ে পাঠানো হবে৷ জিনোম সিকোয়েন্সিংয়ের পরই জানা যাবে ওই যাত্রী ওমিক্রনে আক্রান্ত কিনা৷ করোনা রিপোর্ট পজিটিভ আসার পর প্রোটোকল মেনে তাঁদের চলতে হবে৷ কেন্দ্র জানিয়েছে, পাঁচ বছরের নিচে বাচ্চাদের করোনা পরীক্ষা হবে না৷ তবে যাত্রার সময় কারও শরীরে করোনার উপসর্গ দেখা দিলে তখন পরীক্ষা করানো হবে৷
আরও পড়ুন: Gautam Adani: অস্ট্রেলিয়ার কয়লা এনটিপিসি-কে দেওয়ার বরাত আদানিদের