পালঘর: ঘুষ নেওয়ার অপরাধে ৭০ বছর বয়সী বৃদ্ধকে গ্রেফতার করল মহারাষ্ট্রের দুর্নীতি দমন শাখা। বৃহস্পতিবার ওই প্রাক্তন সরকারি কর্মচারীকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তিনি মহারাষ্ট্রের পালঘর জেলার ভাসাই-বিড়ার পুরসভার অবসরপ্রাপ্ত কর্মচারী ছিলেন।
গঙ্গারাম জয়রাম যাদব। একজন অবসর প্রাপ্ত লাইব্রেরিয়ান। তাঁর বিরুদ্ধে দূর্নীতি দমন শাখায় অভিযোগ করেন এক চাটার্ড অ্যাকাউন্টেন্ট। ব্যবসায়িক লাইসেন্সের জন্য তিনি আবেদন করেছিলেন। কিন্তু, অফিসার গঙ্গারাম জয়রাম যাদব টাকা না নিয়ে কাজ করবেন না বলে জানিয়ে দেন। তিনি অফিসার ৩০,০০০ হাজার টাকা দাবি করেন। কিন্তু, শেষ পর্যন্ত ২৫,০০০ টাকা নিয়ে লাইসেন্স করিয়ে দেন। এর পরই চাটার্ড অ্যাকাউন্টেন্ট দূর্নীতি দমন শাখায় অভিযোগ করেন।
দূর্নীতি দমন শাখার আধিকারিকরা জানান, চাটার্ড অ্যাকাউন্টেন্ট এর থেকে ২৫০০০ টাকা নিয়েছিলেন ধৃত জয়রাম। তাঁকে ধরতে পুনরায় ফাঁদ পাতা হয়। ফাঁদে পা দেয় জয়রাম। সঙ্গে সঙ্গে পালঘর ইউনিটের দূর্নীতি দমন শাখার আধিকারিকরা ২৫০০০ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে গ্রেফতার করে।