নয়াদিল্লি: প্রকাশ্যে খুন রাজধানীতে। দিল্লির এক বিজেপি (BJP) নেতাকে গুলি করে খুনের অভিযোগ। শুক্রবার সন্ধ্যায় দ্বারকা (Dwarka) এলাকায় বিজেপি নেতার অফিসে ঢুকে গুলি করে খুনেকর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। নিহত ওই বিজেপি নেতার নাম সুরেন্দ্র মতিয়ালা (Surender Matiala)।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল সন্ধ্যায় বিজেপির পার্টি অফিসে বসে ছিলেন সুরেন্দ্র। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ওই পার্টি অফিসে এক আত্মীয়ের সঙ্গে টিভি দেখছিলেন ওই বিজেপি নেতা। সেই সময় দুজন দুষ্কৃতী বাইকে করে এসে তাঁর উপর চড়াও হয়। এরপর বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, ওই দুই দুষ্কৃতী সেই সময়ই মুখ ঢেকে তাঁর দফতরে ঢোকে।
আরও পড়ুন: Gopal Dalapati | CBI Raid | জীবন, বিভাসের পর এবার গোপালের বাড়িতেও হানা দিল সিবিআই
অফিসে ঢোকার পরই বিজেপি নেতাকে মারধর করা হয় বলেও অভিযোগ। এর পর কাছ থেকে বিজেপি নেতাকে লক্ষ্য করে ৪ থেকে ৫ বার গুলি চালায় দুষ্কৃতীরা। বিজেপি নেতার ওই আত্মীয়ের উপরও হামলা চালানো হয়েছে কি না স্পষ্ট নয়। এখনও পর্যন্ত ওই অভিযুক্তদের চিহ্নিত করতে পারেনি পুলিশ।
তদন্তকারীরা জানিয়েছেন, দুজন নয় ৩ জন হামলাকারী গিয়েছিল। বিজেপি নেতার দফতরের বাইরে পাহারা দিচ্ছিল এক দুষ্কৃতী। ওই দুষ্কৃতী বাইক নিয়ে দাঁড়িয়েছিল। বাকি ২ জন অফিসে ঢুকে হামলা চালায়। বিজেপি নেতার পুত্র জানিয়েছেন, কারও সঙ্গে তাঁর বাবার শত্রুতা ছিল না। কী কারণে হামলা, তার তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তকারীদের অনুমান, কয়েক জনের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ ছিল ওই বিজেপি নেতার। তার জেরেই এই হামলা কি না তা খতিয়ে দেখা হচ্ছে।