skip to content
Friday, June 28, 2024

skip to content
HomeদেশBhagwant Mann: আপের মুখ্যমন্ত্রী-মুখ ভগবন্ত মান দাঁড়াবেন ধুরি কেন্দ্রে

Bhagwant Mann: আপের মুখ্যমন্ত্রী-মুখ ভগবন্ত মান দাঁড়াবেন ধুরি কেন্দ্রে

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক:  আম আদমি পার্টির (আপ) মুখ্যমন্ত্রীর মুখ ভগবন্ত মান (Bhagwant Mann ) সাংগ্রুর জেলার (Sangrur district) ধুরি বিধানসভা আসন ( assembly polls in Punjab) থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বৃহস্পতিবার মোহালিতে আপ নেতা রাঘব চাড্ডা (Raghav Chadha in Mohali) এই কথা জানিয়েছেন। গত ১৮ জানুয়ারি আপের জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল জানান, ভগবন্ত মান হচ্ছেন পঞ্জাবে আপের মুখ্যমন্ত্রী-মুখ। ‘জনতা চুনেগি আপনা সিএম’ (Janta Chunegi Apna CM) অভিযানের মাধ্যমে টেলি ভোটে মানের নাম মুখ্যমন্ত্রী হিসেবে উঠে আসে। তাঁর পক্ষে প্রায় ৯৩ শতাংশ ভোট পড়ে।

৪৮ বছর বয়সি মান রাজনীতিতে আসার আগে পরিচিত ছিলেন বিশিষ্ট কমেডিয়ান হিসেবে।স্থানীয় চলচ্চিত্র মহলে তাঁর বিশেষ প্রভাব ছিল। দেশে বিদেশে কমেডিয়ান হিসেবে মান বহু শো করেন। ২০০৮ সালে দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ নামে জনপ্রিয় টিভি শো মানকে জনপ্রিয়তার তুঙ্গে নিয়ে গিয়েছিল ।

বর্তমানে  ভগবন্ত সাংগ্রুরের আপ সাংসদ।  তাঁর বিধানসভা কেন্দ্র ধুরি সাংগ্রুর লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ছে। ধুরি বিধানসভা কেন্দ্র এখন কংগ্রেসের দলবীর সিং গোল্ডির দখলে। বিভিন্ন প্রাক নির্বাচনী সমীক্ষা পঞ্জাবের ভোটে আপকেই এগিয়ে রেখেছে। পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং নতুন দল গড়ে বিজেপির সঙ্গে জোট বেঁধেছেন।

আরও পড়ুন- Uttarakhand Polls: উত্তরাখণ্ডে ৫৯ জনের নাম ঘোষণা বিজেপির, বাদ ১০ বিধায়ক

ভোট এগিয়ে এলেও এখনও কংগ্রেসের অন্দরে তীব্র কোন্দল চলছে। পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতি নভজ্যোত সিং সিধুর সঙ্গে মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নির বাগযুদ্ধ ভোটের কদিন আগেও জারি রয়েছে।

RELATED ARTICLES

Most Popular