কলকাতা টিভি ওয়েব ডেস্ক: বুধবার চপার দুর্ঘটনায় সস্ত্রীক সিডিএস বিপিন রাওয়াত-সহ ১৩ জনের মৃত্যু হয়েছে৷ তাঁর আগে বহু পদস্থ কর্তা থেকে জন প্রতিনিধির মৃত্যু হয়েছে৷ কবে, কোথায় আকাশপথে দুর্ঘটনায় কার মৃত্যু হয়েছে তার খতিয়ান তুলে ধরল কলকাতা টিভি ডিজিটাল৷
ডিসেম্বর, ২০২১: তামিলনাড়ুর কুন্নুরে সেনা চপার দুর্ঘটনায় দেশের চিফ অব ডিসেফেন্স স্টাফ বিপিন রাওয়াত-সহ মৃত্যু ১৩ জনের৷
অক্টোবর, ২০১৪: উত্তরপ্রদেশের বেরেইলিতে চপার দুর্ঘটনায় তিন সেনা অফিসারের মৃত্যু৷
জুলাই, ২০১৪: উত্তরপ্রদেশের বেরেইলি থেকে এলাহাবাদ যাওয়ার পথে সীতাপুরে চপার দুর্ঘটনায় মৃত্যু সাত জনের৷
এপ্রিল, ২০১১: তাওয়াং থেকে ইটানগর যাওয়ার পথে চপার দুর্ঘটনায় মৃত্যু অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী দর্জি খান্ডুর৷
সেপ্টেম্বর, ২০০৯: চিত্তুরে চপার দুর্ঘটনায় মৃত্যু অন্ধ্রপ্রদেশের মুখমন্ত্রী ওয়াই এস আর রেড্ডির৷
মার্চ, ২০০৫: উত্তরপ্রদেশের সাহারানপুরে চপার দুর্ঘটনায় মৃত্যু হরিয়ানার কৃষিমন্ত্রী ওমপ্রকাশ জিন্দাল-সহ দু’জনের৷
মার্চ, ২০০২: চপার দুর্ঘটনায় মৃত্যু লোকসভার স্পিকার তথা তেলুগু দেশম নেতা জি এম সি বালাযোগীর৷
সেপ্টেম্বর, ২০০১: কেন্দ্রীয় মন্ত্রী মাধব রাও সিন্ধ্রিয়ার মৃত্যু উড়ান দুর্ঘটনায় মৃত্যু উত্তরপ্রদেশের মৈনপুরীতে৷
মে, ২০০১: অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে চপার দুর্ঘটনায় মৃত্যু রাজ্যের শিক্ষামন্ত্রী ডেরা নাটুং-সহ ছয় জনের৷
জুলাই, ১৯৯৪: উড়ান দুর্ঘটনায় হিমাচল প্রদেশে মৃত্যু পঞ্জাবের রাজ্যপাল সুরেন্দ্রনাথ-সহ ১৩ জনের৷
জুন, ১৯৮০: দিল্লির সফদরজং বিমানবন্দরে গ্লাইডার দুর্ঘটনায় মৃত্যু প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দির গান্ধীর ছেলে সঞ্জয় গান্ধীর৷
মে, ১৯৭৩: দিল্লিতে উড়ান দুর্ঘটনায় মৃত্যু ইন্দিরা সরকারের ইস্পাতমন্ত্রী মোহন কুমারমঙ্গলমের ৷
ভারতীয় সেনার চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের (Chief of Defence Staff) মরদেহ বৃহস্পতিবার তামিলনাড়ু থেকে দিল্লিতে আনা হবে। তবে, কখন তা রাজধানী শহরে পৌঁছবে, সে বিষয়ে বিশদ কিছু কেন্দ্র বা সেনার তরফে ঘোষণা করা হয়নি। সিডিএস বিপিন রাওয়াত (Bipin Rawat) ছাড়া বাকি সেনাকর্তাদের মরদেহ কবে কুন্নুর থেকে ফিরিয়ে আনা হবে, তা-ও অস্পষ্ট। তবে, কেন্দ্রের একটি সূত্রে খবর, নিহতদের ডিএনএ টেস্ট করার পরেই স্বজনদের হাতে মরদেহ তুলে দেওয়া হবে।
ভারতীয় বায়ুসেনার তরফে জেনারেল রাওয়াতের কপ্টার দুর্ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ বলে উল্লেখ করা হয়। সুলুর বায়ুসেনা ঘাঁটি থেকে ওয়েলিংটনের ডিফেন্স স্টাফ কলেজের এক অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে বায়ুসেনার চপারটি। কুন্নুরের নীলগিরিতে কপ্টারটি ভেঙে পড়ে। কপ্টারে থাকা ১৪ জনের মধ্যে ১৩ জনই নিহত হন। দুর্ঘটনায় জেনারেল বিপিন রাওয়াত সস্ত্রীক প্রাণ হারিয়েছেন।