ওয়েবডেস্ক- ফের যুদ্ধ (War)! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) তাঁর একাধিক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বলেছেন অপারেশন সিঁদুর (Operation Sindoor) এখনও শেষ হয়। সোমবার সেই প্রধানমন্ত্রীর বক্তব্যই উসকে দিল। কারণ ফের আজ আরব সাগরে (Arabian Sea) যুদ্ধ মহড়ায় (War Drills) ভারতীয় নৌসেনা (Indian Navy) । অপর দিকে আরব সাগরে যুদ্ধ মহড়ায় নামছে পাক নৌসেনাও। তাহলে কী ফের যুদ্ধ আসন্ন? আগামী মঙ্গলবার পর্যন্ত চলবে এই মহড়া। দুই দেশের মধ্যে যুদ্ধ মহড়ার এই ব্যবধান থাকছে ৬০ নটিক্যাল মাইল।
প্রতিরক্ষা মন্ত্রকের সূত্রে খবর, ভারতীয় নৌ-বাহিনী গুজরাটের পোরবন্দর এবং ওখা উপকূলের কাছে এই মহড়া চালাবে আগামী ১১ এবং ১২ অগাস্ট পর্যন্ত। অপরদিকে পাক সেনাও এই যুদ্ধ মহড়ায় নামছে। এমনটা বিজ্ঞপ্তি দিয়েছে পাকিস্তান। মহড়া চলাকালীন সংশ্লিষ্ট আকাশসীমায় বিমান ওড়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আরও পড়ুন- অপারেশন সিঁদুরের রণনীতি কীভাবে তৈরি হয়েছিল? জানিয়ে দিলেন সেনাপ্রধান
উল্লেখ্য, চলতি বছরের ২২ এপ্রিল কাশ্মীরের বৈসারণে জঙ্গি হামলায় ২৬টি তরতাজা প্রাণের সলিল সমাধি ঘটে। গর্জে ওঠে গোটা দেশ। প্রধানমন্ত্রী মোদি বার্তা দেন, সন্ত্রাসীরা যেখানেই গা ঢাকা দিক, তাদের খুঁজে এনে এমন শাস্তি দেওয়া হবে, যা তারা কোনওদিন কল্পনা করতে পারেনি। ভারতের প্রত্যাঘাত এর অপারেশন সিঁদুর এয়ার স্ট্রাইক। ভারতীয় সেনা পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯ সন্ত্রাসঘাঁটি। দেশের বিমান বাহিনীর প্রধান জানান, ওই অভিযানে পাকিস্তানের ৬টি যুদ্ধবিমান ধ্বংস করেছিল সেনা।
অন্যদিকে, গত রবিবার তিনবাহিনীর প্রধানদের সঙ্গে অপারেশন সিঁদুর পর্যালচনায় প্রধানমন্ত্রী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ ত্রিপাঠীকে জানান, আপনারা আরও একটি সুযোগ পাবেন। প্রধানমন্ত্রীর এই কথাতেই জানা যায় ভারতীয় নৌবাহিনী করাচিতে আক্রমণের জন্য প্রস্তুতি নিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে সেই অভিযান বাতিল করা হয়। এবার ফের আরব সাগরে ‘যুদ্ধ মহড়া’ নতুন করে প্রশ্ন তুলে দিল।
দেখুন আরও খবর-