ওয়েবডেস্ক- রাষ্ট্রপতি ভবনের (Rashtrapati Bhavan) অমৃত উদ্যান (Amrit Garden) । জনসাধারণের জন্য খুলে দেওয়া হচ্ছে প্রবেশমূল্য অবাধ (Free entry) । অমৃত উদ্যানটি ১৬ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। চারিদিকের রকমারি সুন্দর ফুল দিয়ে সাজানো উদ্যানটি সাধারণ মানুষের কাছে দৃষ্টি আকর্ষণ করে। কোলাহল থেকে দূরে এক শান্ত সিন্ধ পরিবেশ উপভোগ করে মানুষ। শনিবার রাষ্ট্রপতি ভবন সূত্রে এই উদ্যান পুনরায় খুলে দেওয়ার কথা ঘোষণা করা হয়।
এই উদ্যানের সকাল ১০ টা থেকে বিকেল ৬ পর্যন্ত থাকা যাবে। শেষ প্রবেশের সময় বিকেল ৫.১৫। রক্ষণাবেক্ষণ কাজের জন্য সোমবার উদ্যান বন্ধ করা হবে। নর্থ অ্যাভিনিউ রোডের ৩৫ নম্বর গেট দিয়ে প্রবেশ করতে হবে। বিনামূল্যেই এই মনোমুগ্ধকর উদ্যানের প্রবেশের সুযোগ পাবে সাধারণ মানুষ। দর্শকরা এই অনলাইনের মাধ্যমে প্রবেশের সময় বুকিং করতে পারেন- visit.rashtrapatibhavan.gov.in.
আরও পড়ুন- অনিল আম্বানির বিরুদ্ধে লুক আউট নোটিস জারি
তবে যারা আগে থেকে বুকিং ছাড়াই আসবেন, তাদের জন্য ৩৫ নম্বর গেটের বাইরে সেলফ-সার্ভিস কিয়স্কে ওয়াক-ইন রেজিস্ট্রেশনের সুবিধা থাকবে। এই অমৃত উদ্যানে এবার নয়া সংযোজন হয়েছে ব্যাবলিং ব্রুক। এছাড়াও থাকবে প্রাকৃতিক দৃশ্যের জলপ্রবাহে রয়েছে ক্যাসকেড, ভাস্কর্যের স্রোত, ধাপের পাথর, উঁচু পুল। বলা যেতে পারে প্রকৃতির মাঝে প্রশান্তির পথ খুঁজে দেবে অমৃত উদ্যান। এছাড়াও বহু ভেষজ গাছও রয়েছে।
মোবাইল ফোন, ইলেকট্রনিক চাবি, পার্স এবং হ্যান্ডব্যাগ, জলের বোতল, শিশুর দুধের বোতল, ছাতা নিয়ে উদ্যানে প্রবেশ করা যাবে। অনুমোদিত বিষয় ছাড়া আর কিছু নিয়ে উদ্যানে প্রবেশ করা যাবে না। এছাড়াও ক্রীড়াবিদ এবং শিক্ষকদের জন্য বিশেষ দিনজাতীয় ক্রীড়া দিবস ২৯ আগস্ট, এবং শিক্ষক দিবস ৫ সেপ্টেম্বর ক্রীড়াবিদ, ক্রীড়াবিদ এবং শিক্ষকদের জন্য বিশেষ প্রবেশাধিকার প্রদান করা হবে।
দেখুন আরও খবর-