নয়াদিল্লি: প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের (Manmohan Singh) জন্য স্মারক স্থাপনা এবং আলাদা জায়গায় দাহ করা নিয়ে জট কিছুটা কাটল। কংগ্রেসের স্মারক স্থাপনার অনুরোধ মেনে নিল কেন্দ্রীয় সরকার। মনমোহনের শেষকৃত্য আলাদা একটি স্থানে করার অনুরোধ জানিয়েছিল কংগ্রেস। প্রাথমিকভাবে তাতে রাজি হচ্ছিল না কেন্দ্র। তা নিয়ে কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, ভারতের প্রথম শিখ প্রধানমন্ত্রীর প্রতি এটা ইচ্ছাকৃত অপমান।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) অনুরোধ করেছিলেন যাতে মনমোহন সিংয়ের শেষকৃত্য কোনও আলাদা জায়গায় হয়। এবং সেখানেই গড়ে তোলা হয় তাঁর স্মৃতিসৌধ। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রক থেকে জানানো হয়, শেষকৃত্য হবে নিগমবোধ ঘাটে যেখানে আমজনতার শেষকৃত্য হয়। এ নিয়ে বেশ জলঘোলা হয়, কংগ্রেস বলে, প্রাক্তন প্রধানমন্ত্রীকে ইচ্ছে করে অসম্মান করছে বিজেপি সরকার। পাল্টা বিজেপির তরফে বলা হয়, প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিমহা রাওয়ের জন্য কোনও স্মারক বানাতে পারেনি কংগ্রেস।
আরও পড়ুন: শেষযাত্রায় মনমোহন, নিগমবোধ ঘাটে শেষকৃত্য
তবে শেষ পর্যন্ত মনমোহনের জন্য আলাদা জায়গা নির্বাচন করতে সক্ষম হয়েছে কেন্দ্র। জয়রাম রমেশের আক্রমণের পর মাঝরাতেই এ নিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলে বিজেপি সরকার। বিজেপি সাংসদ সুধাংশু ত্রিবেদী জানিয়েছেন, মনমোহন সিংয়ের জন্য স্মৃতিসৌধ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। তা যত দ্রুত সম্ভব করা হবে। তার জন্য জমি অধিগ্রহণ, ট্রাস্ট গঠন ইত্যাদি কাজ যথাযথ প্রক্রিয়ায় করা হবে। তবে প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্য কোনও আলাদা জায়গায় হবে নাকি নিগমবোধ ঘাটে তা এখনও পরিষ্কার নয়।
দেখুন অন্য খবর: