দিল্লি: শহীদ দিবসের মঞ্চ থেকে পেগাসাসকাণ্ড নিয়ে সুপ্রিমকোর্টে স্বতঃপ্রণোদিত মামলার জন্য অনুরোধ জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিট গঠন করে সম্পূর্ণ বিষয় নিয়ে তদন্তের আর্জি জানান সুপ্রিম কোর্টের বিচারপতিদের কাছে। বৃহস্পতিবার সুপ্রিমকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হল পেগাসাসকাণ্ড নিয়ে। আইনজীবী এমএল শর্মা ইজারায়েলি স্পাইওয়্যার পেগাসাসের মাধ্যমে দেশের নেতা-মন্ত্রী থেকে ও সাংবাদিকদের মোবাইলে নজরদারি চালানো নিয়ে তদন্তের দাবি জানিয়ে একটি রিট পিটিশন দাখিল করেন।
আরও পড়ুন: শীর্ষ আদালতের পর্যবেক্ষণে পেগাসাস কাণ্ডের তদন্তের দাবি এডিটরস গিল্ডের
সংসদে বাদল অধিবেশন শুরুর আগের দিন প্যারিসের একটি সংবাদমাধ্যম এই নজরদারি চালানোর ঘটনার খবর সামনে আনে। ভারতীয় সংবাদ সংস্থা দাবি করে, কেন্দ্রীয় মন্ত্রী, বিরোধী নেতা, সাংবাদিক এমনকি সুপ্রিমকোর্টের বিচারপতির ফোনেও পেগাসাস স্পাইওয়ারের মাধ্যমে আড়ি পাতা হয়েছে। ইজরয়েলি সংস্থা দাবি, ব্যক্তিগত কোনও সংস্থার বদলে শুধুমাত্র সরকারকেই এই প্রযুক্তি বিক্রি করে। অভিযোগের আঙুল ওঠে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। এমএল শর্মা সুপ্রিম কোর্টে আবেদন জানান, এক্তিয়ার বহির্ভুত এই নজরদারির বিরুদ্ধে তদন্তকারী দল বা সিট গঠন করে তদন্ত করা হোক।শহীদ দিবসের মঞ্চে মুখ্যমন্ত্রী বলেন, “যখন বিচারপতিদের ফোনও ট্যাপ করা হচ্ছে, তখন আপনারা কি একটা স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করতে পারেন না?” এরপরেই সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা হওয়ায় কার্যত তৃণমূল নেত্রীর বক্তব্যেই শিলমোহর পড়ল বলে মনে করছে রাজনৈতিক মহল।