গুয়াহাটি: মুখ্যমন্ত্রীর সফরের জন্য রাস্তা আটকে দিয়েছিল পুলিস৷ যার ফলে জাতীয় সড়কে তৈরি হয় তীব্র যানজট৷ নাজেহাল হতে হয় সাধারণ মানুষকে৷ যানজটে আটকে পড়ে অ্যাম্বুল্যান্স৷ বিষয়টি নজর এড়ায়নি মুখ্যমন্ত্রীর হিমন্ত বিশ্ব শর্মার (Assam CM Himanta Biswa Sarma)৷ সটান গাড়ি থেকে নেমে জেলার ডেপুটি কমিশনারকে (Deputy Commissioner) ডেকে কড়া ধমক দেন তিনি৷ বলেন, ‘কোনও রাজা-মহারাজা এসেছে না কি? এসব ভিআইপি সংস্কৃতি (VIP Culture) আর চলবে না৷’
শনিবার নওগাঁও জেলায় গিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ তাঁর কনভয় যাবে বলে গোমোথাগাঁও-এর কাছে জাতীয় সড়কে কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ করে দেয় পুলিস৷ ১৫ মিনিট বন্ধ থাকে রাস্তা৷ আটকে পড়ে বহু গাড়ি৷ ওই রাস্তা দিয়ে সেই সময় যাচ্ছিল একটি অ্যাম্বুল্যান্স৷ রাস্তা বন্ধ থাকায় সেটিও আটকে পড়ে৷ জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় তীব্র যানজন দেখে বিরক্ত হন মুখ্যমন্ত্রী৷ বিশেষ করে অ্যাম্বুল্যান্সের আটকে পড়ার বিষয়টি তিনি ভালো ভেবে নেননি৷
ওই মুহূর্তের ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, গাড়ি থেকে নেমে মুখ্যমন্ত্রী হেঁটে পুলিসের দিকে যাচ্ছে৷ সেখানে ডেপুটি কমিশনারকে দেখে হাঁক দেন৷ বলেন, ‘আরে ডিসি সাহাব, ইয়ে কেয়া নাটক হ্যায়? কেন গাড়ি আটকে রেখেছেন? রাজা-মহারাজা কেউ আসছেন নাকি?’ পরে ঘটনাটি নিয়ে সাংবাদিকদের কাছে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ‘এই ভিআইপি সংস্কৃতি আজকের অসমে চলবে না৷ আগেই পুলিসকে নির্দেশ দেওয়া হয়েছিল, আমার সফরের জন্য সাধারণ মানুষের কোনও অসুবিধা যেন না হয়৷ কিন্তু গিয়ে দেখলাম ১৫ মিনিট ধরে রাস্তা বন্ধ৷ জাতীয় সড়কে গাড়ি দাঁড়িয়ে৷ সেখানে অ্যাম্বুল্যান্সও ছিল৷ এসব আর বরদাস্ত করা হবে না৷ পুলিসকে ধমক দিয়েছি৷ দ্বিতীয়বার এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য সতর্ক করা হয়েছে অফিসারদের৷’
আরও পড়ুন: Punjab Polls: সোনু সুদের বোনের জন্য টিকিট না পেয়ে বিজেপিতে যোগ দিলেন কংগ্রেস বিধায়ক