গুয়াহাটি: কারা করোনা ভ্যাকসিন পেয়েছেন আর কারা পাননি তা জানতেই ভোটার লিস্ট চেক করছে অসম সরকার। বিশেষ করে গুয়াহাটি শহরের মানুষ আজও করোনার ভ্যাকসিন পেয়েছেন কিনা তা জানার চেষ্টা চলছে। শনিবার অসমের স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত বলেন, ১২০৪ পোলিং বুথে ভোটার লিস্ট ধরে যাচাই করা হচ্ছে কারা করোনা ভ্যাকসিন পেয়েছেন। কারণ, সরকার রাজ্যের সবচেয়ে বড় শহর গোয়াহাটিতে একশো শতাংশ মানুষকে ভ্যাকসিন দিতে চান।
তিনি আরও বলেন, প্রতিটি বুথের আলাদা আলাদা লিস্ট যাচাই করা হচ্ছে। সেই লিস্ট অনুযায়ী প্রত্যেক ভোটার ও বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত করা হচ্ছে তারা করোনার ভ্যাকসিন পেয়েছেন কিনা। এ কারণে ব্লক লেভেল অফিসার দের আগেই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তিন দিনের প্রশিক্ষণ শিবিরে ব্লক লেভেল অফিসার দের শেখানো হচ্ছে কিভাবে গ্রহীতার ভ্যাকসিন সার্টিফিকেট পাওয়া যায়। কামরূপের ডেপুটি কমিশনার তাদের হাতে ধরে শিখিয়েছেন।
খুব শীঘ্রই ব্লক লেভেল অফিসার রা ভোটার লিস্ট অনুযায়ী আশা কর্মী ও নাগরিক কমিটির সহায়তায় প্রতিটি ভোটারের বাড়ি বাড়ি পৌঁছবেন। শনিবার থেকে তিন সদস্যের কমিটি বাড়ি বাড়ি ভিজিট করা শুরু করেছেন। তাদের তৈরি রিপোর্ট খুব শীঘ্রই প্রকাশ করা হবে।
আরও পড়ুন- প্রতিরক্ষা প্রধানমন্ত্রী মোদির পছন্দের বিভাগ: জেপি নাড্ডা
আগামী ২৫-৩১ অগস্ট থেকে ৩১ অগস্ট শহরের ১২০৪ টি বুথে ডাবল ভ্যাকসিন কেন্দ্র খোলা হবে। যারা এখনও পর্যন্ত ভ্যাকসিন পাননি তারা ওই ব্যক্তিকে কেন্দ্র গুলি থেকে সহজেই ভ্যাকসিন পেয়ে যাবেন।
ইতিমধ্যে কামরূপ জেলার ৪৫৬ ভোটকেন্দ্রের সাধারণ মানুষ করণা ভ্যাকসিন পেয়েছেন। নির্ধারিত সূচি অনুযায়ী ভ্যাকসিন পেতে টোল ফ্রি নাম্বার ও চালু করা হয়েছে। ৮৯২৯১০৩৭৭৬ মোবাইল নাম্বারে মিসকল দিলেই গ্রহীতারা রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবেন।
গুয়াহাটির ৯৪.৯৬ শতাংশ মানুষ ইতিমধ্যে করণা ভ্যাকসিনের প্রথম ডোজ পেয়েছেন। আর ৩২.৪ শতাংশ মানুষ দুটো ডোজ পেয়েছেন।