আগরতলা : পুরভোটের আগে ফের উত্তপ্ত ত্রিপুরা। আগরতলা পুরসভার ৪৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অপর্ণা বিশ্বাসের বাড়িতে ঢুকে হামলা ও ভাঙচুরের অভিযোগ। অভিযোগের তীর বিজেপির দিকে। এ দিন সকাল থেকেই এই হামলার প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ দেখায় তৃণমূল ৷ সাংসদ সুস্মিতা দেবের নেতৃত্বে আগরতলা থানার সামনে অবস্থান বিক্ষোভ করেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা ৷
আগামী ২৫ নভেম্বর ত্রিপুরায় ১৩টি পুরসভা ও ৬ নগর পঞ্চায়েতের নির্বাচন৷ সেখানে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস প্রথম বার প্রতিদ্বন্দ্বিতা করছে৷ কিন্তু, বিজেপি শাসিত বিপ্লব দেবের সরকারের প্রশাসন ও বিজেপির গুণ্ডাবাহিনী বারে বারে হামলা চালাচ্ছে, অভিযোগ তৃণমূলের৷ বুধবারও অভিযোগ করা হয় আগরতলা পুরসভায় তৃণমূলের মহিলা প্রার্থী অপর্ণা বিশ্বাসের বাড়িতে বিজেপির গুণ্ডাবাহিনী হামলা চালিয়েছে।
এ দিকে সব ঠিকঠাক থাকলে ২২ নভেম্বর পুরভোটের প্রচারে ত্রিপুরা যেতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে এই রকম হামলার ঘটনায় সরব তৃণমূল৷ ত্রিপুরা নেতৃত্বের তরফে অভিষেককে প্রচারে আনার আবেদন জানিয়েছিলেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। আগরতলা পুরভোটের প্রচারের যাওয়ার আগে গোয়া সফরে যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
গোয়া সফর শেষ করে কলকাতা ফিরে আগরতলায় যেতে পারেন অভিষেক। যদিও তাঁর যাওয়ার আগে কলকাতা থেকে নয় জনের একটি প্রতিনিধি দল ত্রিপুরায় গিয়েছে ৷ আজ, বৃহস্পতিবার ত্রিপুরা যাচ্ছেন কুণাল ঘোষ ও রাজ্যসভার সাংসদ শান্তনু সেন। বুধবারের এই হামলার প্রতিবাদে বৃহস্পতিবার অর্থাৎ আজ পথে নামতে পারে তৃণমূল।