skip to content
Thursday, July 4, 2024

skip to content
Homeদেশহিন্দু দেবতার অপমান! এই অজুহাতে বাৎস্যায়নের কামসূত্র পোড়াল বজরং দল

হিন্দু দেবতার অপমান! এই অজুহাতে বাৎস্যায়নের কামসূত্র পোড়াল বজরং দল

Follow Us :

কলকাতা টিভি ডিজিটাল ডেস্ক: হিন্দু দেব-দেবীদের অপমান করা হয়েছে। এই অভিযোগ তুলে প্রাচীন ভারতীয় দার্শনিক মালঙ্গ বাৎস্যায়নের কালজয়ী গ্রন্থ ‘কামসূত্র’ পুড়িয়ে দিল বজরং দলের সদস্যরা। ঘটনাটি গুজরাতের। আহমেদাবাদে একটি বইয়ের দোকানের বাইরে কামসূত্রের একটি অনুলিপি পুড়িয়ে কট্টরপন্থী হিন্দু সংগঠনের সদস্যরা দাবি করেছেন, বইটিতে হিন্দু দেবদেবীদের ‘অশ্লীল অবস্থানে’ দেখিয়ে অপমান করা হয়েছে। গোটা ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভিডিওর শুরুতে দেখা গিয়েছে, দোকানের ভিতরে বজরং দলের একজন সদস্য বইটিতে থাকা ছবি দেখিয়ে অভিযোগ করেছেন, ‘হিন্দু দেবতাদের অশ্লীল অবস্থানে দেখানো হয়েছে’। এরপর তাঁরা বাইরে গিয়ে বইটিতে আগুন ধরিয়ে দেন। বইটিতে আগুন লাগানোর সময় বজরং দলের কর্মীরা ‘হর হর মহাদেব’ এবং ‘জয় শ্রী রাম’ স্লোগানও দেন। দোকানের মালিককে হুমকি দেওয়া হয়, যদি এই বই বিক্রি চলতে থাকে, তাহলে পরের বার দোকানটি পুড়িয়ে দেওয়া হবে।

প্রাচীন ভারতীয় দার্শনিক মালঙ্গ বাৎস্যায়নের ‘কামসূত্র’ একটি কালজয়ী গ্রন্থ। নারী ও পুরুষের দাম্পত্য জীবন, অভিজাত শ্রেণির সংস্কৃতি এবং আমোদ-ফুর্তি বিষয়ে এ গ্রন্থটি বিগত দু’হাজার বছর ধরে পাঠকদের আকৃষ্ট করে রেখেছে। বিশ্বের সর্বাধিক বিক্রিত বইগুলির মধ্যে এটি অন্যতম। আজীবন ব্রহ্মচর্য ধর্ম পালন করলেও যৌনতা সম্পর্কে বাৎস্যায়নের ধারণা ছিল প্রগাঢ়৷ ‘কামসূত্র’ প্রাচীন ভারতের মৌর্য এবং গুপ্ত সভ্যতার ৮০০ বছরের শিল্প সংস্কৃতির একটি লিখিত প্রমাণ।

আরও পড়ুন: পুরুলিয়ায় সাড়ে ৫০০ বজরং দল কর্মী যোগ দিলেন তৃণমূলে

হিন্দুত্ববাদে বিশ্বাসী বিশ্ব হিন্দু পরিষদের যুব বাহিনী হল বজরং দল। কট্টর হিন্দুত্বে বিশ্বাসী বজরং দলই প্রাচীন সংস্কৃত গ্রন্থ পুড়িয়ে হিন্দু ধর্মের গোড়ায় আঘাত হানল। প্রশ্ন উঠছে, তাহলে কী তাঁরা আদতে হিন্দুত্বের ভেকধারী হিন্দু-বিরোধী সংগঠন? ভারতীয় সংস্কৃতি ধর্ম, অর্থ, মোক্ষ, কাম- এই চারটি বিষয়ের উপর দাঁড়িয়ে। অশালীন বলে তোপ দেগে সংস্কৃত প্রাচীন গ্রন্থ পুড়িয়ে দেওয়া হিন্দু সংস্কৃতির পক্ষে অশনি সংকেতও বটে!

তাৎপর্যপূর্ণভাবে এই ভিডিও ভাইরাল হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে সংস্কৃত ভাষায় জয়গান শোনা গিয়েছে। প্রশ্ন উঠছে, মুখরক্ষায় কি ড্যামেজ কন্ট্রোলে নামলেন স্বয়ং প্রধানমন্ত্রী। রবিবার ‘মন কি বাত’-এর ৮০তম পর্বে  মোদি বলেন, দেশকে এক সূত্রে বাঁধতে সংস্কৃত ভাষা কত বড় ভূমিকা পালন করতে পারে তাও তুলে ধরেন নমো। #CelebratingSanskrit- এই হ্যাশট্যাগ ব্যবহারের বার্তাও দেন তিনি।

RELATED ARTICLES

Most Popular