পটনা: সংক্রমণের গ্রাফ দ্রুত নামছে৷ স্বাভাবিক ছন্দে ফেরার তোড়জোর শুরু হয়েছে৷ তাই আর কোভিড বিধি শিথিল নয়, একেবারে তুলেই (Bihar lifts Covid Restriction) দিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Bihar CM Nitish Kumar)৷ শনিবার টুইট করে একথা জানান তিনি৷ আগামী সোমবার থেকে কার্যকর হবে সিদ্ধান্ত৷ ১৪ ফেব্রুয়ারি থেকে আগের মতো স্বাভাবিক জীবনযাপন শুরু করবেন বিহারবাসী৷ সেদিন আবার ভ্যালেন্টাইন্স দিনও৷ তাই মজা করে নেটিজেনদের কেউ কেউ বলছেন, রাজ্যবাসীকে মুখ্যমন্ত্রীর প্রেম দিবসের উপহার৷
এদিন ধারাবাহিক টুইটে বিহারের মুখ্যমন্ত্রী লেখেন, রাজ্যের বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে আজ পর্যালোচনা হয়েছে৷ সংক্রমণ কমে যাওয়ায় ১৪ ফেব্রুয়ারি থেকে সব ধরনের বিধিনিষেধ তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ পরবর্তী নির্দেশ জারি না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানান মুখ্যমন্ত্রী৷
कोरोना संक्रमण की वर्तमान स्थिति की आज समीक्षा की गई। कोरोना संक्रमण में लगातार आ रही कमी को देखते हुए 14 फरवरी से अगले आदेश तक सभी प्रकार के प्रतिबंधों को हटा लिया गया है। (1/3)
— Nitish Kumar (@NitishKumar) February 12, 2022
গোটা দেশের বিহারে উল্লেখযোগ্য ভাবে কমেছে দৈনিক সংক্রমণ৷ শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ১৪২১ জন৷ তবে বিধিনিষেধ উঠে গেলেও আগের মতো মেলামেশার ক্ষেত্রে সতর্কতা অবশ্যই পালন করতে হবে৷ মুখ্যমন্ত্রী বলেন, ‘সবাইকে অনুরোধ সোশ্যাল ডিস্ট্যান্স মেনে চলবেন৷ এবং ঘর থেকে বেরলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন৷’
(3/3) लोगों से अनुरोध है कि सावधानी बरतें तथा सोशल डिस्टेंसिंग के साथ-साथ घर से बाहर निकलते समय मास्क का प्रयोग जरूर करें।
— Nitish Kumar (@NitishKumar) February 12, 2022
আরও পড়ুন: NCB Navy Joint Operation: গুজরাতে ২০০০ কোটির মাদক উদ্ধার এনসিবি-নৌবাহিনীর