skip to content
Friday, July 5, 2024

skip to content
HomeদেশBihar: যন্ত্রণায় কাতরাচ্ছে সদ্যোজাত, চা খেতে ব্যস্ত নার্সরা, বিহারের স্বাস্থ্য ব্যবস্থার করুণ...

Bihar: যন্ত্রণায় কাতরাচ্ছে সদ্যোজাত, চা খেতে ব্যস্ত নার্সরা, বিহারের স্বাস্থ্য ব্যবস্থার করুণ ছবি প্রকাশ্যে

Follow Us :

পটনা: ফাঁকা সিরিঞ্জ দিয়ে টিকা দেওয়া। সন্তানকে বাঁচাতে মুখ দিয়ে বাবার অক্সিজেন দেওয়া। গত কয়েক বছরে বিহারের স্বাস্থ্য ব্যবস্থার করুণ চিত্র একাধিকবার প্রকাশ্যে এসেছে। এবার আরও ভয়ঙ্কর ঘটনা সামনে এল। সুপল সদর হাসপাতালে নার্সদের গাফিলতির কারণে মৃত্যু হল এক শিশুর। এই ঘটনায় ‘নাম কা ওয়াস্তে’ তদন্তের নির্দেশও দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। যদিও তাতে যে কোনও কাজ হবে না, তা বলাই যায়!

এক মহিলা প্রসব যন্ত্রণা নিয়ে সুপল সদর হাসপাতালে গিয়েছিলেন। কিন্তু রিকশা থেকে নামার আগেই সন্তান প্রসব করেন ওই মহিলা। অভিযোগ, এর পর ওই হাসপাতালের নার্সরা শিশুটির কোনও চিকিৎসাই করেননি। হাসপাতালে ডিউটি বাদ দিয়ে চায়ে মগ্ন ছিলেন নার্সরা। এর ফলে কার্যত বিনা চিকিৎসায় মৃত্যু হয় শিশুটির। এই ঘটনায় ক্ষুব্ধ শিশুর পরিবার হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেছে।

এর আগে মার্চ মাসেই ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় বিহারের করুণ স্বাস্থ্য ব্যবস্থার করুণ চিত্র প্রকাশ্যে আসে। মাত্র ২৪ সেকেন্ডের ভিডিয়োয় দেখা যায়, একরত্তিকে বাঁচাতে ওর মুখে মুখ লাগিয়ে অক্সিজেনের জোগান দিচ্ছেন ওর বাবা। বাইকের পেছনেই বসে আছেন মা। হাপুস নয়নে কাঁদছেন। আর শিশুটিকে উলটে পালটে কোনও মতে বাঁচানোর চেষ্টা করছেন বাবা। ঘটনাটি বিহারের ভোজপুর জেলার।

আরও পড়ুনSoft feet in Summer: এই গরমেও পায়ের পাতার সৌন্দর্য অমলিন রাখতে যত্ন নিন এ ভাবে

খেলতে খেলতে ড্রেনে পড়ে যায় শিশুটি। তাকে নিয়ে হাসপাতালে গিয়েও মেলেনি চিকিৎসা। সেই ছবিই ভাইরাল হয়। এর আগে ২০২১-এর জুন মাসে বিহারে ফাঁকা সিরিঞ্জ দিয়ে টিকা দেন এক নার্স। সেই ঘটনাও ভাইরাল হয়েছিল।

RELATED ARTICLES

Most Popular