নয়াদিল্লি: দেশের সাতটি জাতীয় রাজনৈতিক দলের মোট সম্পত্তির প্রায় ৭০ ভাগই ভারতীয় জনতা পার্টি, বিজেপি-র (National parties assets report)। ভারতীয় নির্বাচন কমিশনের (ECI) কাছে জাতীয় দলগুলি ২০১৯-২০২০ অর্থ বছরের সম্পত্তির যে হিসাব দিয়েছে, তার ভিত্তিতে শুক্রবার এই রিপোর্টটি প্রকাশ করে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্ম (ADR report)।
রিপোর্ট অনুযায়ী, সাতটি জাতীয় দলের মোট ঘোষিত সম্পত্তির পরিমাণ ৬ হাজার ৯৮৮.৫৭ কোটি টাকা। এর মধ্যে বিজেপির একার সম্পত্তি ৪ হাজার ৮৪৭.৭৮ কোটি টাকা। শতাংশের হিসাবে মোট সম্পত্তির ৬৯.৩৭ শতাংশ।মোট সম্পত্তির নিরিখে বিজেপির পরেই রয়েছে বহুজন সমাজ পার্টি (BSP), সম্পত্তির পরিমাণ ৬৯৮.৩৩ কোটি। ঘোষিত সম্পত্তিতে কংগ্রেস রয়েছে তিনে, মোট সম্পত্তি ৫৮৮.১৬ কোটি টাকা। সিপিআইএমের ঘোষিত সম্পত্তির পরিমাণ ৫৬৯.৫১৯ কোটি। পার্টির মোট সম্পত্তির হিসেবে তৃণমূল কংগ্রেস সিপিআইএমের পরে রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের মোট সম্পত্তির পরিমাণ ২৪৭.৭৮ কোটি টাকা। সিপিআইয়ের ঘোষিত সম্পত্তি ২৯.৭৮ কোটি টাকা। এ ছাড়া ন্যাশনাল কংগ্রেস পার্টির মোট সম্পত্তি ৮.২০ কোটি টাকা।
একই সঙ্গে জাতীয় দলগুলি তাদের ‘লায়াবিলিটি’র পরিমাণও ঘোষণা করেছে। টাকার অঙ্কে সাতটি পার্টির মিলিত ‘লায়াবিলিটি’ বা দেনা ৭৪.২৭ কোটি টাকা। এর মধ্যে কংগ্রেসের একারই ৪৯.৫৫ কোটি টাকা। এডিআর-২০২১ রিপোর্টে প্রকাশ, ২০১৮-১৯ অর্থ বছর থেকে এ পর্যন্ত বিজেপির সম্পত্তি বেড়েছে ৫৪.২৯ শতাংশ। উলটো দিকে কংগ্রেসের দেনা বেড়েছে।
এই রিপোর্টেই সামনে এসেছে, ৪৪টি আঞ্চলিক দলের ঘোষিত সম্পত্তি ২ হাজার ১২৯.৩৮ কোটি টাকা। সম্পত্তির নিরিখে আঞ্চলিক দলগুলির মধ্যে শীর্ষে সমাজবাদী পার্টি। মোট সম্পত্তি ৫৬৩.৪৭ কোটি টাকা। দুইয়ে থাকা তেলাঙ্গানা রাষ্ট্র সমিতি (TRS)-র সম্পত্তি ৩০১.৪৭ কোটি টাকা। AIADMK-র সম্পত্তি বেড়ে হয়েছে ২৬৭.৬১ কোটি টাকা। মোট সম্পত্তির হিসেবে আঞ্চলিক দলগুলির প্রথম দশে রয়েছে শিবাসেনা। উদ্ধব ঠাকরের দলের মোট সম্পত্তি ১৮৫.৯০ কোটি টাকা। ডিএমকের সম্পত্তি ১৮৪.২৪ কোটি টাকা। এ ছাড়া জনতা দলের সম্পত্তি ৪৫.০৯৪ কোটি টাকা।