Saturday, August 9, 2025
HomeদেশRajib Banerjee: অভিষেকের হাত ধরেই তৃণমূলে রাজীব বন্দ্যোপাধ্যায়

Rajib Banerjee: অভিষেকের হাত ধরেই তৃণমূলে রাজীব বন্দ্যোপাধ্যায়

Follow Us :

আগরতলা: মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বুকে নিয়ে কাঁদতে কাঁদতে তৃণমূল ছেড়েছিলেন। গেরুয়া শিবির অবশ্য চাটার্ড ফ্লাইট পাঠিয়ে দিল্লি উড়িয়ে নিয়ে গিয়েছিল তাঁকে। অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। প্রার্থীও হয়েছিলেন ডোমজুড় থেকে। প্রচারে বেরিয়ে মমতা-অভিষেককে কড়া ভাষায় আক্রমণ করেন। কিন্তু, ভোটে হারতেই সুর বদলে যায়। সেই রাজীব আজ, রবিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন। রাজনীতিতে হয়তো সবই সম্ভব! দলত্যাগী অন্য নেতারাও রাজনীতির এই নিয়ম মেনেই ফিরতে পারেন তৃণমূলে।

সূত্রের খবর, ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় ‘ঘর ওয়াপসি’ হতে চলেছে রাজীবের। এর আগে অগস্ট মাসে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সঙ্গে বৈঠক করেন বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, তৃণমূলে যোগ দিতে চেয়ে সেদিনই অভিষেককে আনুষ্ঠানিকভাবে আবেদন জানিয়েছিলেন তিনি। আধঘণ্টার সেই বৈঠক নিয়ে অবশ্য কেউই মুখ খোলেননি। তারও আগে রাজীব তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের সঙ্গেও দেখা করেন। পার্থ চট্টোপাধ্যায়ের মা মারা যাওয়ার তাঁর বাড়িতেও গিয়েছিলেন রাজীব।

আরও পড়ুন: অভিষেকের সঙ্গে বৈঠক রাজীবের, তৃণমূলে ফেরা নিয়ে জল্পনা

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দল ছাড়ার সময় মমতার ছবি বুকে নিয়ে বিধানসভা ছেড়েছিলেন। ফিরে আসার রাস্তা খোলা রাখার জন্যই হয়তো এমনটা করেছিলেন! নির্বাচনের প্রচারে মমতা-অভিষেককে কার্যত তুলোধোনা করেছিলেন। ভোটের ফল প্রকাশের পর আবার সেই মমতাকেই শুভেচ্ছা জানিয়েছিলেন। বিজেপির নীতি নিয়ে একাধিকবার সোশ্যাল মিডিয়ায় মুখও খুলেছিলেন। দল না ছাড়লেও সমস্ত রাজনৈতিক কর্মসূচি থেকে নিজেকে একপ্রকার দূরেই রেখেছিলেন।

বোঝাই যাচ্ছিল, রাজীবের দল ছাড়া স্রেফ সময়ের অপেক্ষা। বিজেপি অবশ্য রাজীবকে দলে রাখতে কম চেষ্টা করেনি। বিজেপির কর্মসমিতিতে আমন্ত্রিত সদস্য হিসাবে জায়গা দেওয়া হয় ডোমজুড়ের প্রাক্তন বিধায়ককে। কিন্তু তাতেও শেষরক্ষা হল না। গেরুয়া শিবির ছেড়ে জোড়াফুলেই ফিরতে চলেছেন রাজীব। বিধানসভা ভোটের পর বিজেপি থেকে একাধিক বিধায়ক-নেতা তৃণমূলে যোগ দিয়েছেন। কলকাতাতে দলের কার্যালয়ে সেই সমস্ত যোগদান অনুষ্ঠান হয়েছে।

আরও পড়ুন: দলবদলুদের গুরুত্ব, বিজেপির জাতীয় কর্মসমিতিতে ঠাঁই মিঠুন-দীনেশের, আমন্ত্রিত রাজীবও

প্রশ্ন উঠছে, রাজীব কেন ত্রিপুরায় অভিষেকের মঞ্চে যোগ দিচ্ছেন। এর পিছনে একাধিক কারণ রয়েছে। প্রথমত, ডোমজুড়ে রাজীবের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ রয়েছে তৃণমূলের অন্দরে। এর আগে একাধিকবার রাজীবের তৃণমূলে ফেরার জল্পনা তৈরি হয়। সেই সময় তাঁর বিরুদ্ধে একাধিকবার পোস্টার পড়ে ডোমজুড়ে। দলের বিধায়ক থেকে শুরু করে তৃণমূল স্তরের নেতা-কর্মীরাও রাজীবকে দলে না নেওয়ার আবেদন জানান। দলের অন্দরে থাকা ক্ষোভ-বিক্ষোভ নিয়ন্ত্রণে রাখতেই হয়তো রাজীবকে ত্রিপুরায় যোগদান করানো হচ্ছে।

আরেকটি কারণও উঠে আসছে। এর আগেও ত্রিপুরায় সাংগঠনিক দায়িত্বে ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। ২০১৮ সালে ত্রিপুরায় বিধানসভা ভোটের সময়ও সে রাজ্যে কাজ করেছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। ফলে উত্তর-পূর্বের এই রাজ্য পরিচিত রাজীবের কাছে। তৃণমূলের পাখির চোখ এখন ত্রিপুরা। সে কারণেই রাজীবকে দলে নেওয়া হচ্ছে বলে খবর। তৃণমূল সূত্রে খবর, দলের তরফে ত্রিপুরায় বড় কোনও সাংগঠনিক দায়িত্ব দেওয়া হতে পারে রাজীব বন্দ্যোপাধ্যায়কে।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Jagdeep Dhankar | লাপাতা লেডিসের পর লাপাতা উপরাষ্ট্রপতি! একি বলে দিলেন কপিল সিব্বল!
00:00
Video thumbnail
বাংলা বলছে (Bangla Bolche) | নবান্ন অভিযানে ধু/ন্ধুমা/র
52:23
Video thumbnail
Nabanna Abhijan | শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশকে রাস্তায় ফে/লে লা/থি, দেখে নিন এই ভিডিয়োতে
00:48
Video thumbnail
Nabanna Abhijan | Raksha Bandhan | রাখির দিন নবান্ন অভিযানে এ কি দৃশ‍্য? ছি:
00:44
Video thumbnail
Uttarkashi | BJP | ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে সর্বস্বহারাদের ক্ষতিপূরণ ৫ হাজার টাকা!
01:32
Video thumbnail
Nabanna Abhijan | নবান্ন অভিযান ঘিরে ধু/ন্ধু/মার পরিস্থিতি সাঁতরাগাছিতে
06:33
Video thumbnail
Nabanna Abhijan | পার্কস্ট্রিটে পুলিশের লা/ঠিচা/র্জ, তারপর কী অবস্থা দেখুন
05:21
Video thumbnail
BJP | Fake Voter | বিজেপি নেতার ১৬ বছরের ছেলে ভোট দিয়েছেন ৮ বার! তু/লকা/লা/ম কাণ্ড, দেখুন রিপোর্ট
02:12
Video thumbnail
BJP | ছাব্বিশের আগেই বিরাট ধা/ক্কা বিজেপির, কী হল? দেখুন বড় আপডেট
02:31
Video thumbnail
Nabanna Abhijan | Rekha Patra | নিজের হাতে ব‍্যারিকেড খুললেন র/ণং/দেহী রেখা পাত্র, দর্শক পুলিশ
05:53