Sunday, August 3, 2025
Homeদেশবিজেপির প্রচার গাড়ির সামনে চলে এল অটো, চালকের উদ্দেশে উড়ে এল অশালীন...

বিজেপির প্রচার গাড়ির সামনে চলে এল অটো, চালকের উদ্দেশে উড়ে এল অশালীন মন্তব্য

Follow Us :

আগরতলা : সামনেই পুরসভা ভোট ৷ মঙ্গলবার  ছিল প্রচারের শেষ দিন ৷ আগরতলায় বিজেপি প্রার্থীদের হয়ে প্রচার চলছিল ৷ বিজেপির হয়ে বেরিয়েছিলেন রামনগরের বিজেপি  (BJP MLA Surajit Dutta) বিধায়ক সুরজিৎ দত্ত । ফাঁকা রাস্তা দিয়ে গাড়িতে করে যেতে যেতে নিজেই মাইকে প্রচার করছিলেন । কিন্তু, সমস্যা বাঁধলো যখন সুরজিৎ দত্তর গাড়ির সামনে হঠাৎ করেই একটি অটো চলে এল । তখনই অটো চালকের উদ্দেশে উড়ে আসে অশালীন মন্তব্য ।

রামনগরের একটি রাস্তায় ঘটনাটি ঘটে । একটি গাড়ি ও তার সঙ্গে কয়েকটি বাইকের একটি মিছিল যাচ্ছিল । সেই সময় সামনে এসে পড়ে একটি অটো । রেগে যান ঘোষক,  মাইক মুখের সামনে ধরেই অটো চালকের উদ্দেশে অশালীন ভাষা প্রয়োগ করেন তিনি । দ্রুত অটো চালকটি ওই স্থান ত্যাগ করেন । কিন্তু, ততক্ষণে বিধায়কের সব কটূক্তি তাঁর ভোট প্রচারের মত ছড়িয়ে পড়েছে সর্বত্র । এরপর নেট মাধ্যমে তাঁর কটূক্তির ভিডিও ভাইরাল হয়ে যায় । এই ভিডিও দেখার পর নেটিজেনরা যথেষ্ট সমালোচনা করেছেন। ত্রিপুরাবাসীর উদ্দেশে অনেকেই বলেছেন, এদের মুখের ভাষা শুনুন ।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39