কলকাতা টিভি ওয়েব ডেস্ক: বুথ দখল করে ব্যাপক ছাপ্পা ভোটের অভিযোগ তুললেন যোগী মন্ত্রিসভার সদস্য (cabinet minister ) সুরেশ রানা (Suresh Rana)। উত্তরপ্রদেশে (UP- In Thana Bhawan ) প্রথম দফার ভোটেই উত্তরপ্রদেশের বিদায়ী এই মন্ত্রীর ভাগ্যপরীক্ষা ছিল। ভোটগ্রহণের পর কার্যতই হতাশ সুরেশ রানা তাঁরা কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবি তুলেছেন। নির্বাচন কমিশনে গিয়ে বুথ দখল, ছাপ্পা ভোটের অভিযোগও জানিয়ে এসেছেন সুরেশ। কিন্তু, তার পরেও কমিশনের তরফে কোনওরকম সাড়া তিনি পাননি।
উত্তরপ্রদেশের শামলি জেলার থানাভবন বিধানসভা কেন্দ্র নিয়েই অভিযোগ সুরেশের। সমাজবাদী পার্টি (SP) এবং রাষ্ট্রীয় লোকদলের (RLD) লোকজনের বিরুদ্ধে বুথ দখল করে অবাধে ভোট কারচুপির (fake votes) অভিযোগ তুলেছেন যোগী আদিত্যনাথের এই মন্ত্রী।
১০ ফেব্রুয়ারি, প্রথম দফাতেই সুরেশ রানার থানাভবন কেন্দ্রে ভোটগ্রহণ ছিল। প্রথম দফায় রাজ্যে সার্বিক ভোটের হার ৬০.১৭ শতাংশ। সেখানে সুরেশের এক একটি বুথে ভোটদানের হার ৮০-৯০ শতাংশ ছাড়িয়ে গিয়েছে। যোগীর মন্ত্রীর দাবি, সমাজবাদী পার্টি ও রাষ্ট্রীয় লোকদলের লোকজন বুথ দখল করে নিয়েছিল। ভোটের নামে প্রহসন হয়েছে।
আরও পড়ুন- Andhra Pradesh Ganja: খোলা মাঠে ২ লক্ষ কেজি গাঁজা জ্বালিয়ে দিল অন্ধ্র প্রদেশ পুলিস
সুরেশ রানার দাবি অনুযায়ী, মোট ৪০টি বুথে রাষ্ট্রীয় লোকদল ও সমাজবাদী পার্টির কর্মীরা ছাপ্পা ভোট দিয়েছেন। গরিব-দুর্বল ভোটারদের হুমকি দিয়ে, ভয় দেখিয়ে ভোটগ্রহণ কেন্দ্র থেকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। তাঁর দাবি, লোকজন হুমকিতে ভয় পেয়ে ফিরে গিয়েছেন। তার পরেও বুথের দখল নিয়ে অবাধে ভোট কারচুপি হয়েছে।
রাজ্য নির্বাচন আধিকারিক যোগীর মন্ত্রীর এই অভিযোগ নিয়ে আলাদা করে কোনও বিবৃতি দেয়নি। প্রথম দফার ভোটের পর, নির্বাচন মোটের উপর শান্তিপূর্ণ বলেই জানিয়েছে কমিশন।