ওয়েবডেস্ক: গত বছরের মাঝামাঝি বিমানে (Plane) বোমা হামলার (Bomb threat) হুমকিতে দীর্ঘ চাপানউতোর শুরু হয়েছিল দেশজুড়ে। এবার ফের সেই বোমা হামলার হুমকিতে জরুরি অবতরণ মুম্বই ইন্ডিগো বিমানের (Mumbai-bound flight) । মুম্বই বিমানবন্দরে (Mumbai Airport) জরুরি অবতরণ (emergency landing) করা হয়। বিমানটি জয়পুর (Jaipur) থেকে মুম্বইয়ের (Mumbai) দিকে আসছিল। সোমবার রাতের ঘটনা।
ইন্ডিগোর বিমানটি সময় রাত ৮ টা ৫০ নাগাদ ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরে (Chhatrapati Shivaji International Airport) অবতরণ করে ৷ নিরাপত্তা প্রোটোকলের কথা মাথায় রেখে বিমানটিকে দূরে উপসাগরের কাছে নিয়ে গিয়ে রাখা হয়েছে ৷ বিমানটিতে ২২৫ জন যাত্রী ছিলেন। সকলেই ভালো আছেন।
আরও পড়ুন: ড্রোনের মাধ্যমে ভারত সীমান্তে নজরদারি চালাচ্ছে বাংলাদেশ?
জানা গেছে, জয়পুর থেকে মুম্বইগামী বিমানটির শৌচালয়ে বোমা হামলার হুমকির একটি চিরকূট পাওয়া যায়। কোনও ঝুঁকি না নিয়ে বিমানটিকে মুম্বইতে জরুরি অবতরণ করানো হয়। নিরাপদের যাত্রীদের নামানো হয়, তারা সকলেই সুরক্ষিত আছে।
ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর এক বিবৃতিতে জানিয়েছে, “জয়পুর (জেএআই) থেকে মুম্বই (বিওএম) আসার পথে বিমানে একটি বোমা হুমকির চিরকূট উদ্ধার হয়। সতর্কতা ও যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে বিমানটিকে মুম্বই বিমানবন্দরে রাত ৮টা ৪৩ মিনিটে পূর্ণ জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে । বিমানটি রাত ৮ টা ৫০ মিনিটে নিরাপদে অবতরণ করে । ঘটনায় বিমান নামা-ওঠায় কোনও পরিবর্তন হয়নি। সব কিছু স্বাভাবিক ছিল। যাত্রী এবং কর্মীদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। সেটা সব সময় মাথায় রাখা হয়।
দেখুন অন্য খবর: