skip to content
Friday, July 5, 2024

skip to content
HomeদেশBooster Dose India: বুস্টার ডোজ, ছোটদের টিকা নিয়ে রাজ্যগুলিকে নির্দেশ কেন্দ্রীয় স্বাস্থ্যসচিবের

Booster Dose India: বুস্টার ডোজ, ছোটদের টিকা নিয়ে রাজ্যগুলিকে নির্দেশ কেন্দ্রীয় স্বাস্থ্যসচিবের

Follow Us :

নয়াদিল্লি: যত দিন যাচ্ছে দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। এই পরিস্থিতিতে স্বাস্থ্যকর্মী, করোনা যোদ্ধা ও কো-মর্বিডিটি সম্পন্ন ষাটোর্ধ্বদের বুস্টার ডোজ (Booster Dose India) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। ১৫ থেকে ১৮ বছর বয়সিদের টিকাকরণও শুরু হচ্ছে জানুয়ারি থেকে। মঙ্গলবার টিকাকরণ (Booster Dose India) কর্মসূচি নিয়ে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের স্বাস্থ্যকর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ। মুখ্যসচিবদের চিঠিও পাঠান তিনি।

কী রয়েছে চিঠিতে

  • ২০২২ সালের ৩ জানুয়ারি থেকে ১৫ থেকে ১৮ বছর বয়সিদের টিকাকরণ শুরু হবে। আপাতত তাদের কোভ্যাকসিনই দেওয়া হবে। টিকা নেওয়ার জন্য ২০০৭ সাল কিংবা তার আগে জন্ম হতে হবে।
  • স্বাস্থ্যকর্মী, করোনা যোদ্ধা এবং কো-মর্বিডিটি সম্পন্ন ষাটোর্ধ্বদের হবে ১০ জানুয়ারি থেকে বুস্টার ডোজ দেওয়া শুরু হবে। কো-মর্বিডিটি প্রমাণ করার জন্য চিকিৎসকের শংসাপত্র বা প্রেসক্রিপশন লাগবে না। তবে চাইলে তাঁরা চিকিৎসকের পরামর্শ নিতে পারেন।
  • সরকারি স্বাস্থ্যকেন্দ্র থেকে সম্পূর্ণ বিনামূল্যেই বুস্টার ডোজ মিলবে। তবে আর্থিক সামর্থ্য থাকলে বেসরকারি হাসপাতাল থেকে টিকা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পূর্ব নির্ধারিত দামেই টিকা মিলবে।
  • স্বাস্থ্যকর্মী, করোনা যোদ্ধা, কো-মর্বিডিটি সম্পন্ন ষাটোর্ধ্বদের কাছে বুস্টার টিকা নেওয়ার এসএসএস পৌঁছে যাবে। দ্বিতীয় ডোজ নেওয়ার ৩৯ সপ্তাহ পরে বুস্টার ডোজ নিতে হবে। টিকা নেওয়ার পর শংসাপত্রও মিলবে।

আরও পড়ুন: Omicron Delhi: ৯ জুনের পর সর্বোচ্চ দৈনিক সংক্রমণ, দিল্লিতে জারি হলুদ সতর্কতা

  • ১৫ থেকে ১৮ বছর বয়সিরা টিকা নেওয়ার জন্য অনলাইন বা অফলাইনে রেজিস্ট্রেশন করতে পারবে। ১ জানুয়ারি থেকে কো-উইন পোর্টালে নাম নথিভুক্ত করা যাবে।
  • যে সমস্ত রাজ্যে ভোট আছে, সেখানকার ভোটকর্মীদের প্রথম শ্রেণির করোনা যোদ্ধা হিসেবে গণ্য করা হবে। নির্ধারিত নিয়ম অনুযায়ী টিকা নিতে পারবেন তাঁরা।
  • ১৫ থেকে ১৮ বছর বয়সিদের জন্য পৃথক টিকাকরণ কেন্দ্র স্থাপন করার পরামর্শ দেওয়া হয়েছে। একই টিকাকরণ কেন্দ্রে তাদের টিকা দেওয়ার ব্যবস্থা করা হলে আলাদা লাইন করতে হবে।  
RELATED ARTICLES

Most Popular