Sunday, August 3, 2025
HomeCurrent NewsExclusive: পেগাসাস কাণ্ডে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে পরঞ্জয় গুহ ঠাকুরতা-সহ ৫ সাংবাদিকদের মামলার...

Exclusive: পেগাসাস কাণ্ডে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে পরঞ্জয় গুহ ঠাকুরতা-সহ ৫ সাংবাদিকদের মামলার শুনানি

Follow Us :

নয়াদিল্লি: পেগাসাস(Pegasus) আড়িপাতা কাণ্ডে(Snoopgate) দেশের পাঁচ সাংবাদিকের মামলার শুনানি আগামিকাল বৃহস্পতিবার৷ মামলাকারী পাঁচ সাংবাদিক সরাসরি এই আড়িপাতাকাণ্ডে ভুক্তভোগী৷ তাঁদের মধ্যে প্রধান আবেদনকারী সাংবাদিক পরঞ্জয় গুহ ঠাকুরতা।

আরও পড়ুন- Exclusive: কলকাতা টিভি ডিজিটালের খবরে সিলমোহর, পেগাসাস কাণ্ডে ৫ সাংবাদিকের আবেদন সুপ্রিম কোর্টে

কলকাতা টিভির ডিজিটাল টিম গত রবিবার(১ অগস্ট ২০২১) প্রকাশ করে যে, পেগাসাস আড়িপাতা কাণ্ডে সুপ্রিম কোর্টে যাচ্ছেন সাংবাদিক পরঞ্জয় গুহ ঠাকুরতা। এরপর ২ অগস্ট সোমবার পরঞ্জয় ছাড়াও সুপ্রিম কোর্টে আবেদন করেছেন সাংবাদিক প্রেমশংকর ঝা, এসএমএম আবদি, রুপেশ কুমার সিং এবং ইপ্সা শতক্ষি। আবেদনকারীরা জানিয়েছেন, ফরেনসিক পরীক্ষায় এটা প্রমাণিত হয়েছে যে তাঁদের ফোনে পেগাসাস সফটওয়্যারের মাধ্যমে চরবৃত্তি করা হয়েছে। সমস্ত তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে।

আরও পড়ুন- চতুর্থ স্তম্ভ: পেগাসাস ডেঞ্জারাস(30/07/2021)

সাংবাদিক পরঞ্জয়ের ফোনে ২০১৮ সালে মার্চ, এপ্রিল এবং মে এই তিন মাস ধরে আড়িপাতা হয়েছিল। ফরাসি অলাভজনক সংস্থা ‘ফরবিডন স্টোরিজ’ এবং ‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল’ যৌথভাবে পেগাসাস তদন্তে নামে। ফরেনসিক ল্যাবে পরীক্ষার পর দেখা যায়, ভারতের চল্লিশ জন সাংবাদিকের ফোন নম্বর পেগাসাস টার্গেটের তালিকায় রয়েছে। তাঁদের ফোনে আড়িপাতা হয়েছে, ফোন ‘কম্প্রোমাইজড’ হয়ে গিয়েছে। এই চল্লিশ জন সাংবাদিকদের মধ্যে রয়েছেন পরঞ্জয় গুহ ঠাকুরতা।

আরও পড়ুন- ১০০ সাংসদকে নিয়ে ‘ব্রেকফাস্ট পে চর্চা’য় রাহুল, ‘মেনু’তে পেগাসাস

সাংবাদিক এন রাম এবং শশী কুমারের আবেদনের ভিত্তিতেই বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে শুনানি৷ প্রধান বিচারপতি এনভি রামানা’র নেতৃত্বাধীন বেঞ্চে শুনানি৷ বেঞ্চের আর এক সদস্য বিচারপতি সূর্য কান্ত। ওই দুই সাংবাদিকের ফোন হ্যাক না হলেও পরঞ্জয় সহ এই পাঁচ আবেদনকারী কিন্তু পেগাসাস কাণ্ডে সরাসরি ভুক্তভোগী৷ শুধু মাত্র সাংবাদিকরাই না, রাহুল গান্ধী (Rahul Gandhi) বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bandyapadhya) মত রাজনীতিবিদ বা প্রাক্তন সিবিআই (CBI) প্রধান অলোক কুমার ভর্মার (Alok Kumar Verma) ফোনও ট্যাপ করা হয়েছিল পেগাসাস সফটওয়্যারের মাধ্যমে।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39