Sunday, August 3, 2025
Homeদেশফ্রি-তে চাল ডালের রেশন কি বন্ধ করতে চলেছে মোদি সরকার?

ফ্রি-তে চাল ডালের রেশন কি বন্ধ করতে চলেছে মোদি সরকার?

Follow Us :

নয়াদিল্লি: ঘুরছে অর্থনীতির চাকা৷ কোভিড সঙ্কট কাটিয়ে দেশের অর্থনীতির চাকা অনেকটাই ‘ট্র্যাকে’ ফিরেছে৷ অর্থনীতিতে সুদিন ফেরার লক্ষণ দেখতেই কোপ পড়তে চলেছে গরিব মানুষের বিনামূল্যে চাল-ডাল পাওয়ার আশায়৷ জল্পনা, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা বন্ধ করে দিতে পারে কেন্দ্রীয় সরকার৷ ৩০ নভেম্বরের পর গরিব মানুষ বিনামূল্যে রেশন পাওয়ার সুযোগ হারাতে পারেন বলে গুঞ্জন ছড়িয়েছে৷

কেন্দ্রীয় খাদ্য সচিব সুধাংশু পাণ্ডের একটি মন্তব্য ঘিরেই জল্পনা দানা বেঁধেছে৷ তিনি জানিয়েছেন, দেশের অর্থনীতি আবার একটু একটু করে ঘুরে দাঁড়াচ্ছে৷ খোলা বাজারে খাদ্যশস্য বিক্রি হচ্ছে৷ পর্যাপ্ত পরিমাণে খাদ্যশস্য খোলাবাজারে রয়েছে৷ বিক্রিবাটা ভালোই চলছে৷ মানুষ ফের নতুন করে তাঁদের কাজকর্ম শুরু করেছেন৷ সেই কারণে ৩০ নভেম্বরের পর বিনামূল্যে রেশন প্রকল্প চালিয়ে নিয়ে যাওয়ার কোনও প্রস্তাব কেন্দ্রের কাছে নেই৷

আরও পড়ুন: একাধিক রাজ্য জ্বালানিতে ভ্যাট কমিয়েছে, বাংলা এক টাকাও না, নবান্নকে নিশানা দিলীপের

করোনা পরিস্থিতিতে ২০২০-র মার্চ মাসে নরেন্দ্র মোদি সরকার প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা চালু করেছিল৷ দেশের প্রায় ৮০ কোটি মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে চাল, গম ও ছোলার মত নিত্যপ্রয়োজনীয় খাস্যশস্য দেওয়া হয়েছিল৷ কেন্দ্রীয় এই প্রকল্পের মেয়াদ ২০২১-এর ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল৷ যার মেয়াদ শেষ হচ্ছে আর তিন সপ্তাহ পর৷ এদিকে কেন্দ্রীয় খাদ্যসচিবের মন্তব্যের পরই প্রশ্ন উঠছে, তাহলে কি ৩০ নভেম্বরের পর এই প্রকল্প বন্ধ করে দিতে পারে মোদি সরকার?

যদিও রাজনৈতিক মহল মনে করছে, সামনেই একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে৷ ভোটের দিকে তাকিয়ে এই জনমুখী প্রকল্প এখনই বন্ধ করার ঝুঁকি নিতে চাইবে না মোদি সরকার৷ নইলে তার প্রভাব পড়বে ভোটবাক্সে৷ কিন্তু বিরোধীরা এটাও মনে করে দিচ্ছেন, ‘মোদি হ্যায় তো মুমকিন হ্যায়৷’ অর্থাৎ মোদি পারেন না এমন কোনও কাজ নেই৷ তাহলে কি বন্ধ হয়ে যাবে বিনামূল্যে রেশন? কেন্দ্র স্পিকটি নট৷

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39