Thursday, August 14, 2025
Homeদেশকোভিশিল্ডের দুটি ডোজের ব্যবধান কমাতে চিন্তাভাবনা করছে কেন্দ্র

কোভিশিল্ডের দুটি ডোজের ব্যবধান কমাতে চিন্তাভাবনা করছে কেন্দ্র

Follow Us :

নয়াদিল্লি:   কোভিশিল্ডের দুটি ভ্যাকসিনর মধ্যে সময়সীমা কমানোর বিষয়ে ভাবনাচিন্তা শুরু করল কেন্দ্র। বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে দেওয়া বিবৃতিতে এমনটাই জানাল ‘এনটিএজিআই’ বা ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজারি গ্রুপ অন ইমিউনাইজেশন ইন ইন্ডিয়া। তবে ভাবনাচিন্তা শুরু হলেও আগামীদিনে আরও বিস্তারিত আলোচনার মাধ্যমে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

এই প্রসঙ্গে ‘এনটিএজিআই’ প্রধান ড.এনকে আরোরা বলেন, ‘’এই পরিকল্পনাটি বাস্তবায়নের জন্য ইতিমধ্যেই তথ্য সংগ্রহ প্রক্রিয়া শুরু করেছে ‘এনটিএজিআই’। তবে এখনও পর্যন্ত কোভিশিল্ড, কোভ্যাকসিন কিংবা স্পুটনিকের মতো ভ্যাকসিনগুলির ডোজের মধ্যবর্তী ব্যবধান পরিবর্তন নিয়ে কোনও প্রস্তাব আসেনি। তবুও গোটা বিষয়টি নিয়ে পর্যালোচনা করছে কেন্দ্রীয় সংস্থাটি।‘’

আরও পড়ুন: নার্সদের জন্য ‘প্র্যাকটিশনার সিস্টার’ পদ ঘোষণা মমতার, দেওয়া হবে জমি

আরও পড়ুন:  পুজোয় সতর্ক না হলেই বাড়বে সংক্রমণ, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রকের

এই প্রথম নয়, চলতি মাসের শুরুতেও ড. আরোরা জানিয়েছিলেন, ৪৫ বছর বা তাঁর উর্ধ্বে সমস্ত নাগরিকের জন্য কোভিশিল্ডের ব্যবধান কমিয়ে আনার পরিকল্পনা করছে কেন্দ্র। উল্লেখ্য, কোভিশিল্ড গ্রাহকদের দুটি ডোজের মধ্যে বর্তমান ব্যবধান রয়েছে ১২ থেকে ১৬ সপ্তাহের। অর্থ্যাত ৮৪ দিনের। যদিও শুরুতে কোভিশিল্ডের দুটি ডোজের মধ্যে ব্যবধান ছিল ৪ থেকে ৬ সপ্তাহের অর্থ্যাত এক থেকে দেড় মাসের মধ্যেই। কিন্তু পরবর্তীকালে সেই ব্যবধান বাড়িয়ে ৮৪ দিন করার সিদ্ধান্ত নেয় কেন্দ্র। ঘনঘন ভ্যাকসিন নীতিতে পরিবর্তনের ফলে বিড়ম্বনায় পড়তে হয় আমজনতাকে। আমজনতাকে হয়রানির জন্য কেন্দ্রকে কাঠগড়ায় তোলে বিরোধীরা। সেইসময় দেশের টিকা সংকট মেটাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে সাফাই দেওয়া হয়েছিল কেন্দ্রের তরফে।

এবার নয়া নীতি কার্যকর হলে কেন্দ্রকে ফের বিরোধীদের তোপের মুখে পড়তে হয় কিনা সেটাই দেখার।

RELATED ARTICLES

Most Popular