Wednesday, July 30, 2025
HomeCurrent NewsFarm Laws: পাল্টি খেলেন কেন্দ্রীয়মন্ত্রী, ফিরছে না বাতিল তিন কৃষি আইন

Farm Laws: পাল্টি খেলেন কেন্দ্রীয়মন্ত্রী, ফিরছে না বাতিল তিন কৃষি আইন

Follow Us :

গোয়ালিয়র: ২৪ ঘণ্টার মধ্যে পাল্টি খেলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর৷ তাঁর বক্তব্যে বিতর্ক ছড়াতেই স্পষ্ট জানালেন, কোনও ভাবেই বাতিল হওয়া তিন কৃষি আইন ফিরছে না৷’ গত শুক্রবার নাগরপুরে এক অনুষ্ঠানে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী বাতিল হওয়া কৃষি আইন নিয়ে বক্তব্য রেখেছিলেন৷ তাঁর সেই বক্তব্যের পর পুনরায় কৃষি আইন ফিরতে পারে বলে গুঞ্জন শোনা যায়৷ যদিও শনিবার কেন্দ্রীয়মন্ত্রী জানান, তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে৷ বাতিল হওয়া কৃষি আইন ফেরানোর কথা তিনি বলেননি৷ আইন বাতিল করে সরকার একধাপ পিছিয়ে গেছে৷ আবারও এগিয়ে যাওয়া হবে জানিয়েছিলাম৷

শনিবার কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর বলেন, ‘আমি বলেছিলাম সরকার ভাল আইন তৈরি করেছিল৷ কিন্তু, কিছু কারণের জন্য আমরা তা ফিরিয়ে নিতে বাধ্য হলাম৷ সরকার কৃষকদের স্বার্থে আরও নানা পরিকল্পনা করছে৷’

শুক্রবার মহারাষ্ট্রের নাগপুরে এক অনুষ্ঠানে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমারের বক্তব্যে তেমনই ইঙ্গিত মিলেছে৷ মন্ত্রী জানান, সরকার তিনটি আইন প্রত্যাহার করে এক ধাপ পিছিয়েছে৷ কিন্তু এগতে এই আইনের সংস্কার করতে হবে।

মন্ত্রী বলেন, ‘আমরা কৃষি সংশোধনী আইন নিয়ে এসেছি। কিন্তু স্বাধীনতার ৭০ বছর পরেও কিছু মানুষ এই আইন পছন্দ করেননি৷ যা আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব বড় ধরনের পরিবর্তন নিয়ে এসেছিলাম৷’

এখানেই থামেননি মন্ত্রী৷ তিনি আরও বলেন, ‘কৃষি আইন প্রত্যাহার করা হলেও সরকার কোনও ভাবেই আশাহত হয়নি৷ আমরা একধাপ পিছলেও আমরা নতুন করে করে কারণ, কৃষকরা দেশের মেরুদণ্ড৷ দেশও অনেক শক্তিশালী৷’

সংসদের শীতকালীন অধিবেশনের প্রথম দিনই লোকসভায় পেশ হয় কৃষি আইন প্রত্যাহার বিল৷ পেশ হওয়ার চার মিনিটের মধ্যে বিলটি পাশ হয়ে যায়৷ এর পর নিম্নকক্ষ থেকে বিলটি পাঠানো হয় রাজ্যসভায়৷ সেখানেও ধ্বনি ভোটে বিল পাশ হয়ে যায়৷ যদিও বিল পাশ নিয়ে সংসদের ভেতর বিরোধীরা তুমুল হট্টগোল বাঁধিয়ে দেন৷ তাঁরা বিলটির উপর আলোচনা করতে চেয়েছিলেন৷ কিন্তু সরকার রাজি না হওয়ায় বিক্ষোভ দেখায় বিরোধীরা৷ হই-হট্টগোলের জেরে কিছুক্ষণের জন্য লোকসভা মুলতবি করে দেওয়া হয়৷ ফের অধিবেশন শুরু হলে কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার বিলটি পেশ করেন৷ তখন ধ্বনি ভোটে সেটি পাশ হয়ে যায়৷  রাজ্যসভায়  খুব অল্প সময় আলোচনা হয়৷ 

আরও পড়ুন-দেউচা-পাঁচামিতে জোরালো হচ্ছে আন্দোলন, পথে আদিবাসী মহিলারা

এই আইন প্রত্যাহার চেয়ে এক বছরের বেশি সময় ধরে বিক্ষোভ দেখাচ্ছিলেন পঞ্জাব, হরিয়ানা ও উত্তরপ্রদেশের কৃষকরা৷ তাঁদের আন্দোলনের চাপে শেষ পর্যন্ত নতিস্বীকার করে কেন্দ্র৷ গুরু পরবের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আইন প্রত্যাহারের কথা ঘোষণা করেন৷ দেশের কৃষকদের কাছে ক্ষমা চেয়ে তিনি বলেন, ‘সরকার কৃষকদের মঙ্গলের জন্য বিলটি নিয়ে এসেছিল৷ এতে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিরা উপকৃত হতেন৷’ প্রধানমন্ত্রী এও বলেন, কয়েকজন কৃষককে বোঝাতে সরকার ব্যর্থ হয়েছে৷

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Good Morning Kolkata | সকালের গুরুত্বপূর্ণ খবর, দেখুন একনজরে সরাসরি
00:00
Video thumbnail
Sayani Ghosh | অপারেশন সিঁদুর নিয়ে পার্লামেন্টে বাংলায় আ/গু/ন ঝরানো ভাষণ সায়নী ঘোষের দেখুন সেই ভিডিও
00:00
Video thumbnail
Supreme Court | সুপ্রিম কোর্টে পিছোল ভোটার তালিকা সংশোধনী মামলা পরবর্তী শুনানি কবে ? দেখুন বড় আপডেট
00:00
Video thumbnail
BJP-RSS | বিজেপিকে সতর্ক করল RSS, কারণ কী? দেখুন বিশেষ প্রতিবেদন
00:00
Video thumbnail
Sayoni Ghosh | বাংলা ছড়া থেকে উর্দু শায়েরি! সংসদে ২০ মিনিটে তিন ভাষায় বক্তৃতা সায়নীর
00:00
Video thumbnail
SSC Update | পোর্টাল খুলছে SSC-র, কী কী সুবিধা থাকছে আবেদনকারীদের? দেখুন এই ভিডিও
04:33
Video thumbnail
Draupadi Murmu | একদিনের রাজ্য সফরে দ্রৌপদী মুর্ম, বঙ্গে একগুচ্ছ কর্মসূচি রাষ্ট্রপতির
04:51
Video thumbnail
Politics | মোট ২০০০ পরিবার উচ্ছেদ হবে অসমে এবার
04:16
Video thumbnail
Politics | নীতীশকে চিরাগের চাপ বিজেপি কিন্তু পুরো চুপচাপ
05:35
Video thumbnail
Politics | ভোট নেই ৩৫ লক্ষ ভোটারের? গণতন্ত্র বিপন্ন বিহারে?
04:11

Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39