কলকাতা Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_module.php on line 380
নয়া দিল্লি: গুজরাটের (Gujarat) সবরমতী আশ্রমে (Sabarmati Ashram) আচমকাই অজ্ঞান হয়ে যান কংগ্রেস নেতা (Congress Leader) ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম (P Chidambaram)। রবিবার এক কংগ্রেসি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন ৭৫ বছর বয়সী এই নেতা। গরমে অসুস্থ হয়ে পড়েছেন বলেই প্রাথমিকভাবে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই। তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর সঙ্গে থাকা কংগ্রেস নেতাদের মধ্যেও কিছুটা উদ্বেগের পরিবেশ দেখা যায়।
আবহাওয়া দফতর (IMD) ইতিমধ্যেই গুজরাট সহ পশ্চিম ভারতের একাধিক রাজ্যে তীব্র গরমের সতর্কতা জারি করেছে। জানানো হয়েছে, গুজরাটে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এই রকমই এক ভয়াবহ গরমের দিনে সাবরমতিতে আয়োজিত ছিল কংগ্রেসের অনুষ্ঠানের সূচনা। সেখানে উপস্থিত ছিলেন একাধিক শীর্ষ নেতা, যার মধ্যেই ছিলেন চিদম্বরম।
জানা গিয়েছে, আমেদাবাদে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির (Congress Working Committee) বৈঠক উপলক্ষে প্রাক্তন মন্ত্রী গিয়েছিলেন সেই অনুষ্ঠানে। সেখানে চিদাম্বরমের অসুস্থ হওয়ার ঘটনায় উদ্বেগ ছড়ায়। সঙ্গে সঙ্গে তাঁকে অ্যাম্বুল্যান্সে করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উপস্থিত ছিলেন বহু প্রবীণ নেতা, প্রিয়াঙ্কা গান্ধী সহ প্রথম সারির নেতৃত্ব।
প্রসঙ্গত, ১৪০ বছরের কংগ্রেস ইতিহাসে এই নিয়ে ষষ্ঠবার গুজরাটে অনুষ্ঠিত হচ্ছে দলের বৈঠক। ৮ ও ৯ এপ্রিল নির্ধারিত এই বৈঠকে উপস্থিত থাকবেন ১৫৮ জন সিনিয়র নেতা। গুজরাটের রাজনৈতিক বাস্তবতায়, যেখানে তিন দশক ধরে কংগ্রেস বিরোধী হাওয়া বইছে, সেখানে এই সভার তাৎপর্য অনেকখানি।
এই বৈঠক থেকেই আগামী ভোট-পর্বে কংগ্রেসের রণকৌশল স্থির হবে বলে মনে করা হচ্ছে। বিহার থেকে শুরু করে ২০২৬-এর তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন সামনে রেখে এই বৈঠক এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ধাপ বলে মত বিশ্লেষকদের।