ওয়েব ডেস্ক: কলেজ ছাত্রীর যৌন হেনস্থা (Sexual Harassment) এবং কলেজ ক্যাম্পাসেই তাঁর আত্মহত্যার ঘটনার প্রতিবাদে একদিকে যখন উত্তাল ওড়িশা, তখন আরেক বিজেপি (BJP) শাসিত রাজ্যে গণধর্ষণের (Gang Rape) শিকার হল এক নাবালিকা। অপরিচিত কেউ নয়, নির্যাতিতা নাবালিকার সোশ্যাল মিডিয়ার চার বন্ধু মিলে ঘটাল এই নারকীয় ঘটনা। শুধু তাই নয়, কর্মক্ষেত্র বা শিক্ষাক্ষেত্রে নয়, নিজের বাড়িতেই যৌন নির্যাতনের শিকার হল নবম শ্রেণীর ওই স্কুলছাত্রী।
উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গাজিয়াবাদের ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে শনিবার সকাল সাড়ে ১১টার দিকে। ওই সময় নাবালিকা বাড়িতে একা ছিল। অভিযোগ, তার ইনস্টাগ্রামের পরিচিত এক নাবালক তার বাড়িতে এসে উপস্থিত হয়, সঙ্গে ছিল আরও তিনজন, যারা মেয়েটির সঙ্গে একই স্কুলে, একই ক্লাসে পড়াশুনা করত। তারা জোর করে মেয়েটির বাড়িতে ঢুকে তাকে একটি ঘরে নিয়ে যায় এবং তাঁর পোশাক খোলার চেষ্টা করে।
আরও পড়ুন: ভারতে প্রথম, ‘ডিজিট্যাল অ্যারেস্ট’ হতেই চরম সিদ্ধান্ত যুবকের
এর মধ্যেই মেয়েটির মা বাজার থেকে ফিরে দেখেন বাড়ির পাঁচিলের গেট ও মূল দরজা খোলা। তা দেখেই সন্দেহ হয়। তিনি তড়িঘড়ি ঘরে ঢুকেই থমকে যান। মায়ের অভিযোগ, চোখের সামনে তাঁর নাবালিকা মেয়ের সঙ্গে পাশবিক কাজ করছিল চারজন। তিনি তৎক্ষণাৎ মেয়েকে ঘর থেকে বের করে দরজা বন্ধ করে দেন এবং পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চার অভিযুক্তকে আটক করে।
গাজিয়াবাদের কবিনগরের এসিপি ভাস্কর বর্মা জানিয়েছেন, চার অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। তারা নবম, দশম ও একাদশ শ্রেণির ছাত্র। একজনের সঙ্গে মেয়েটির ইনস্টাগ্রামে পরিচয় ছিল, এবং তারা দেখা করার কথা ঠিক করেছিল। শনিবার ওই ছেলে মেয়েটির বাড়িতে যায় এবং সঙ্গে স্কুলের তিন বন্ধুকে নিয়ে যায়। তারা জোর করে ঘরে ঢোকে বলে অভিযোগ।
দেখুন আরও খবর: