skip to content
Friday, July 5, 2024

skip to content
HomeদেশIAS: কেন্দ্রীয় আমলা পদে ব্যাপক রদবদল

IAS: কেন্দ্রীয় আমলা পদে ব্যাপক রদবদল

Follow Us :

নয়াদিল্লি: কেন্দ্রীয় আমলা (IAS) পদে ব্যাপক রদবদল করল মোদি সরকার (Modi Government)৷ শনিবার মন্ত্রিসভার নিয়োগ কমিটির অনুমোদনের ভিত্তিতে কেন্দ্রীয় আমলা স্তরের বিভিন্ন পদে এই রদবদল করা হয়েছে৷ সূত্রের খবর, এই সব আমলাদের রুটিন বদলি করা হয়েছে৷

নিয়োগ কমিটির অনুমোদন মেনে নিয়ে বাঙালি আইএএস সঞ্জয় বন্দ্যোপাধ্যায়-সহ ৬ জনকে সচিব পদে নিয়োগ করা হয়েছে৷ ৮৮ ব্যাচের মধ্যপ্রদেশের আইএএস ক্যাডার সঞ্জয় বন্দ্যোপাধ্যায় আগে অতিরিক্ত সচিব ছিলেন৷ তাঁকে সচিব পদে নিয়ে আসা হল৷ তিনি জাহাজ, বন্দর ও জলপথ মন্ত্রকের চেয়ারম্যান হলেন৷ জম্মু কাশ্মীরের ৮৮ ব্যাচের আইএএস সুদীপ কুমার নায়েককে ন্যাশনাল কোঅপারেটিভ ডেভেলমেন্ট কোঅপারেশন থেকে আনা হল ন্যাশনাল প্রোডাক্টিভিটি কাউন্সিলের ডিরেক্টর জেনারেল পদে৷

আরও পড়ুন: Omicron: ওমিক্রন আক্রান্ত এবার মুম্বইয়ে

এ ছাড়া উপমা শ্রীবাস্তব, ধর্মেন্দ্র গঙ্গাওয়ার এবং যুথিকা পাটানকর এবং অনিতা প্রবীণকে সচিব পদে নিয়োগ করা হয়েছে৷ পাশাপাশি আইএএস রোহিত কুমার এবং অমৃত লাল মীনাকে বিশেষ সচিব পদে উন্নীত করা হল৷ এ ছাড়া অতিরিক্ত সচিব এবং যুগ্ম সচিব পদে ১৮ জনকে উন্নীত করা হয়েছে৷ অতিরিক্ত সচিব পদে আরও ১৬ জনকে উন্নীত করা হয়েছে৷

RELATED ARTICLES

Most Popular