ওয়েব ডেস্ক: কংগ্রেসের (Congress) কর ছাড়ের (Tax Demand) আবেদন খারিজ হয়ে গেল ট্রাইবুনালে (Tribunal)। ২০১৮-১৯ অর্থবর্ষে প্রায় ১৯৯ কোটি টাকার আয়কর ছাড় সংক্রান্ত দাবি করেছিল কংগ্রেস। তবে সেটি খারিজ করে আয়কর আপিল ট্রাইব্যুনালের তরফে সময়মতো আয়কর রিটার্ন জমা না দেওয়া এবং নির্ধারিত সীমার বেশি নগদ অনুদান গ্রহণের অভিযোগে কংগ্রেসকে এই বিপুল অঙ্কের কর দিতে হবে বলে জানানো হয়েছে।
আয়কর ট্রাইব্যুনাল স্পষ্ট জানিয়েছে, কর ছাড়ের আবেদন করতে হলে রাজনৈতিক দলগুলিকেও কঠোরভাবে সম্পর্কিত আইন অনুসরণ করতে হবে। সামান্য আইনি অসংগতির জন্য এমন আবেদন বাতিল হতেই পারে বলেই অভিমত আদালতের।
আরও পড়ুন: ক্ষমতার অপব্যবহার, সুপ্রিম কোর্টে ভর্ৎসিত অখিলেশের দল
প্রসঙ্গত, ২০১৮-১৯ অর্থবর্ষের জন্য আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৩১ ডিসেম্বর ২০১৮। কিন্তু কংগ্রেস সেই সময়সীমা পেরিয়ে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে রিটার্ন জমা দেয়, যেখানে ‘শূন্য আয়’ দেখিয়ে ১৯৯.১৫ কোটি টাকার কর ছাড় দাবি করা হয়। তবে, সেপ্টেম্বর ২০১৯-এ আয়কর দফতর রিটার্ন পর্যালোচনার সময় দেখতে পায়, দলটি প্রায় ১৪.৪৯ লক্ষ টাকা নগদ অনুদান হিসেবে গ্রহণ করেছে, যার মধ্যে অনেক অনুদানই ২ হাজার টাকার ঊর্ধ্বে।
প্রসঙ্গত, ভারতীয় আয়কর আইনে নির্ধারিত আছে—২ হাজার টাকার বেশি অনুদান শুধুমাত্র ব্যাঙ্কিং চ্যানেল, যেমন চেক বা অনলাইন ট্রান্সফারের মাধ্যমে গ্রহণ করা যেতে পারে। এই নিয়ম লঙ্ঘনের জন্য কর ছাড়ের দাবি বাতিল করে সম্পূর্ণ টাকার উপর কর ধার্য করা হয়। তাই ২০২১ সালে কংগ্রেসের কর ছাড়ের আবেদন খারিজ করে দেয় আয়কর দফতর। এরপর ২০২৩ সালের মার্চে আয়কর কমিশনার সেই সিদ্ধান্ত বহাল রাখেন। শেষে কংগ্রেস আপিল জানায় আয়কর আপিল ট্রাইব্যুনালে। কিন্তু ট্রাইব্যুনালও দলটিকে অন্তর্বর্তীকালীন কোনও রেহাই দেয়নি এবং সম্প্রতি চূড়ান্তভাবে কর ছাড়ের আবেদন খারিজ করে দেয়।
দেখুন আরও খবর: