Saturday, August 16, 2025
HomeCurrent NewsAICC: রাতের মধ্যেই দেশের সব সাংসদ-বিধায়ককে দিল্লিতে হাজিরার নির্দেশ কংগ্রেসের

AICC: রাতের মধ্যেই দেশের সব সাংসদ-বিধায়ককে দিল্লিতে হাজিরার নির্দেশ কংগ্রেসের

Follow Us :

নয়াদিল্লি: কংগ্রেসের সাংসদ, বিধায়ক এবং বিধান পরিষদের সব সদস্যকে দিল্লিতে ডেকে পাঠানো হল। মঙ্গলবার রাতের মধ্যেই দেশের সব সাংসদ, বিধায়ক ও বিধান পরিষদের সদস্যকে দিল্লিতে এআইসিসি দফতরে হাজির হতে বলা হয়েছে। দলের শীর্ষ নেতৃত্বের এই নির্দেশ ঘিরে কংগ্রেস নেতা-কর্মীদের মধ্যে প্রশ্ন উঠেছে, তবে কি রাহুল গান্ধীকে ঘিরে ইডি বড় পদক্ষেপ করতে চলেছে? এদিনও রাহুলকে জেরা করছে ইডি। যথারীতি এআইসিসি দফতরের সামনে কংগ্রেস নেতা-কর্মীরা ভিড় করে রয়েছেন। সেখানে এবং ইডি দফতরের সামনে চূড়ান্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। দুই চত্বরই দিল্লি পুলিস এবং আধা সেনা ছয়লাপ।

এআইসিসি দফতরের সামনে এদিনও দফায় দফায় কংগ্রেস নেতা-কর্মীরা মোদি সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখান। মাঝে মধ্যেই পুলিসের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি চলে। মঙ্গলবারই সকালে এআইসিসির জনসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জয়রাম রমেশ টুইটে লেখেন, দাঙ্গার সময় ব়্যাপিড অ্যাকশন ফোর্সের দেখা মেলে না। কিন্তু আজ সকাল থেকেই কংগ্রেস দফতরের সামনে নীল রংয়ের ব়্যাফের ছড়াছড়ি।

গত ১৩ জুন থেকে পরপর তিনদিন কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ন্যাশনাল হেরাল্ড মামলায় আর্থিক লেনদেনের টানা জিজ্ঞাসাবাদ করে ইডি। ওই তিনদিনই রাহুলকে হেনস্তার প্রতিবাদে দিল্লিতে পথে কংগ্রেসের সাংসদ, নেতা থেকে শুরু করে সাধারণ কর্মীরা। ১৫ জুন পুলিস জোর করে এআইসিসি দফতরে ঢুকে নেতাদের উপর লাঠি চালায় বলে কংগ্রেসের অভিযোগ। বহু নেতা-কর্মীকে গ্রেফতারও করা হয়।

আরও পড়ুন: Primary TET Scam: ৫ জুলাইয়ের মধ্যে সম্পত্তির হিসেব দিতে মানিককে নির্দেশ হাইকোর্টের

গত সপ্তাহে দিন চারেকের বিরতির পর সোমবার থেকে আবার রাহুলকে জিজ্ঞাসাবাদ করছে ইডি। সোমবার প্রায় ১২ ঘণ্টা পর রাত সাড়ে ১২টা নাগাদ ইডি দফতর থেকে ছাড়া পান রাহুল। এদিন ফের তাঁর জিজ্ঞাসাবাদ চলছে। স্মরণকালের মধ্যে কোনও বিরোধী নেতাকে কোনও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এরকম লাগাতার জিজ্ঞাসাবাদ করার নজির নেই। কংগ্রেস নেতৃত্ব এর মধ্যে বড় ষড়যন্ত্রের ছক দেখতে পাচ্ছেন। সাংসদ রাহুল গান্ধী-সহ দলের অন্য সাংসদ ও নেতাদের হেনস্তার প্রতিবাদে কংগ্রেস সোমবারই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে নালিশ জানায় এবং স্মারকলিপি দেয়। এব্যাপারে কংগ্রেস লোকসভায় স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনতে চায় বলেও রাষ্ট্রপতিকে জানিয়েছে।

সোমবারই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। তাঁকে চিকিৎসকরা সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। ন্যাশনাল হেরাল্ড মামলায় তাঁকেও ২৩ জুন ডেকেছে ইডি। অসুস্থতার জন্যই সোনিয়া হাজিরার দিন পিছিয়ে দিতে বলেছিলেন। সেইমতোই ২৩ জুন তাঁকে ডাকা হয়েছে। তিনি হাজিরা দেবেন কি না, তা এখনও পরিষ্কার না। তবে সারা দেশের কংগ্রেস সাংসদ, বিধায়কদের জরুরি ভিত্তিতে দিল্লিতে হাজির হতে বলায় রাজনৈতিক মহলে নানা জল্পনা ছড়িয়েছে।

আরও পড়ুন: Maharashtra political crisis: মহা-বিদ্রোহের আঁচ পাননি উদ্ধব? তরী বাঁচাতে আসরে পাওয়ার-কমলনাথ

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Narendra Modi | Independence Day | স্বাধীনতা দিবসে ‘দিওয়ালি’ উপহার ঘোষণা প্রধানমন্ত্রীর
02:37:27
Video thumbnail
Mamata Banerjee LIVE | স্বাধীনতা দিবসে রেড রোডে মুখ্যমন্ত্রী, দেখুন সরাসরি
01:23:26
Video thumbnail
Narendra Modi LIVE | স্বাধীনতা দিবসে দেশবাসীকে বড় বার্তা প্রধানমন্ত্রীর
01:02:40
Video thumbnail
Abhishek Banerjee | ডায়মন্ড হারবার নিয়ে অনুরাগ ঠাকুরের অভিযোগের পাল্টা দিলেন অভিষেক
02:09:10
Video thumbnail
Trump-Russia | প্রস্তাব না মানলে ভ/য়ানক পরিণতি, রাশিয়াকে হু/ম/কি ট্রাম্পের, কী করবেন পুতিন?
01:52:00
Video thumbnail
Politics | জানতে ক্ষুদে পড়ুয়াদের হাল, মুখ্যমন্ত্রী গেলেন হাসপাতাল
05:06
Video thumbnail
Politics | নি/র্যা/তিতার মূর্তি নিয়ে এবার, গোলমালে জুনিয়র ডাক্তার
04:40
Video thumbnail
Politics | মোদি করে টলমল RSS মাপছে জল?
04:59
Video thumbnail
Politics | দেশবাসীকে উপহার এখন স্বাধীনতা দিবসে মোদির ভাষণ
04:34
Video thumbnail
Politics | বাঙালি ভোলে যদি? বাংলা নিয়ে প্রশংসায় মোদি
06:27