skip to content
Friday, July 5, 2024

skip to content
HomeদেশCovid-19 Third Wave: চোখ রাঙাচ্ছে তৃতীয় ঢেউ, ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত...

Covid-19 Third Wave: চোখ রাঙাচ্ছে তৃতীয় ঢেউ, ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ১ লক্ষ ৪১ হাজার

Follow Us :

নয়াদিল্লি: ভ্যাকসিনেশন, কড়া বিধিনিষেধ, নাইট কার্ফু সত্ত্বেও দেশজুড়ে বেড়েই চলেছে সংক্রমণ (Covid-19 Third Wave)। সাত মাস পর শুক্রবারই এক লক্ষ ছাড়িয়েছিল দৈনিক সংক্রমণ। শনিবার সংক্রমণ বেড়ে দেড় লক্ষের পথে পা বাড়াল। গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে ২১.৩ শতাংশ বাড়ল সংক্রমণ (Covid-19 Third Wave)। পাল্লা দিয়ে বেড়েছে অ্যাকটিভ কেসও। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৪১ হাজারেরও বেশি। 

গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসের প্রকোপে মৃত্যু হয়েছে ২৮৫ জনের। যা গতকালের থেকে বেশ কিছুটা কম। এ দিন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪ লক্ষ ৮৩ হাজার ৪৬৩ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৪০ হাজার ৯৮৫ জন। দেশে করোনাজয়ীর সংখ্যা বেড়ে হয়েছে ৩ কোটি ৪৩ লক্ষ ১২ হাজার ৭৪০ জন। স্বাস্থ্যমন্ত্রকের ৮ জানুয়ারির রিপোর্ট অনুযায়ী, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ৪ লক্ষ ৭২ হাজার ১৬৯ জন।

পটিজিভিটি রেট রাতারাতি বেড়ে ৯ শতাংশ ছাড়িয়েছে। মোট আক্রান্তের মধ্যে শুধু মহারাষ্ট্রেই আক্রান্ত ৪০ হাজারেরও বেশি। পশ্চিমবঙ্গ ২৪ ঘণ্টায় ১৮,২১৩ জন আক্রান্ত। দিল্লি গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ১৭,৩৩৫ জন। একদিনে তামিলনাড়ু ও কর্ণাটকে যথাক্রমে ৮,৯৮১ ও ৮৪৪৯ জন আক্রান্ত হয়েছেন। উদ্বেগ বাড়ছে ওমিক্রন নিয়েও। ইতিমধ্যেই দেশের ২৭টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে করোনার এই উচ্চসংক্রামক ভ্যারিয়েন্টে আক্রান্তের হদিশ মিলেছে। 

আরও পড়ুন: PM’s Security Lapse: প্রধানমন্ত্রীর নিরাপত্তা সংক্রান্ত দুই কমিটির তদন্তে স্থগিতদেশ সুপ্রিম কোর্টের

২৪ ঘণ্টায় দেশে ওমিক্রন আক্রান্ত ৬৪ জন। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০৭১। এর মধ্যে ১২০৩ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে গিয়েছেন। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। সে রাজ্যে এ পর্যন্ত ৮৭৬ জনের ওমিক্রন ধরা পড়েছে। দিল্লি মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৫১৩। কর্নাটক ও রাজস্থানে মোট ওমিক্রন আক্রান্ত যথাক্রমে ৩৩৩ এবং ২৯১। বাংলায় ২৭ জনের শরীরে ওমিক্রন ধরা পড়েছে। সুস্থ হয়ে গিয়েছেন ১০ জন। 

RELATED ARTICLES

Most Popular