skip to content
Friday, July 5, 2024

skip to content
Homeদেশতীব্রতা কম হলেও সেপ্টেম্বরের মধ্যেই আছড়ে পড়বে তৃতীয় ঢেউ: আইসিএমআর

তীব্রতা কম হলেও সেপ্টেম্বরের মধ্যেই আছড়ে পড়বে তৃতীয় ঢেউ: আইসিএমআর

Follow Us :

নয়াদিল্লি: আগামী সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যেই দেশে  আছড়ে পড়বে তৃতীয় ঢেউ। যা আগামী অক্টোবরের মধ্যেই চরম আকার ধারণ করবে। সোমবার এমনটাই জানানো হয় ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ বা আইসি এমআরের তরফে।  তবে  তৃতীয় ঢেউ এলেও সেই সংক্রমণের ভয়াবহতা দ্বিতীয় ঢেউয়ের মতো হবে না। সতর্কতার সঙ্গে আশার কথাও শুনিয়েছে আইসিএমআর।

আইসিএমআর ও ইম্পেরিয়াল কলেজ অফ লন্ডনের গবেষণায় বলা হয়েছে, বিগত দিনের তুলনায় দিল্লি, মহারাষ্ট্র কিংবা উত্তরপ্রদেশে সংক্রমণের হার অনেকটাই কম হবে। দ্বিতীয় ঢেউয়ের মতো তৃতীয় ঢেউয়ে রাজ্যগুলির স্বাস্থ্য পরিষেবা অপেক্ষাকৃত কম বিপর্যস্ত হবে।

আরও পড়ুন: অবসান ‘বিষাক্ত পেট্রোল’ যুগের, স্বস্তির নিঃশ্বাস পৃথিবীতে

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ইতিমধ্যেই করোনার নিয়ন্ত্রণে নির্দেশিকা জারি করেছে। বিধি-নিষেধের সময়সীমা বাড়ানো হয়েছে সেপ্টেম্বর শেষ পর্যন্ত। ‌ যেকোনও ধরনের জনসমাগম এড়িয়ে চলা, করোনা বিধিনিষেধ বজায় রাখতে দেশের প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলিকে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।

আরও পড়ুন:  মহারাষ্ট্রে করোনা সংক্রমিত একই হোমের ৮ শিশু

করোনার দ্বিতীয় ঢেউয়ের রেশ এখনও পুরোপুরি কাটেনি। সংক্রমণে শোচনীয় অবস্থা দক্ষিণের রাজ্য কেরল এবং মহারাষ্ট্রে। এই দুই রাজ্য থেকে দৈনিক ভারতের ৭০ শতাংশের বেশি সংক্রমণের খবর আসছে।কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রের খবর,  গত ২৪ ঘন্টায় দেশে ৪২ হাজারের বেশি  আক্রান্তের খবর এসেছে। সেইসঙ্গে মৃত্যু বাড়ছে পাল্লা দিয়ে।

RELATED ARTICLES

Most Popular